০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হিডকোর উদ্যোগে রাজ্যে গড়ে উঠবে ‘গ্রীন সিটি’ এবং ‘খেল সিটি’, চেয়ারম্যানের পদে বসে বললেন মন্ত্রী ফিরহাদ

সুস্মিতা
  • আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার
  • / 62

ফারুক আলম: কলকাতার উপনগরী নিউটাউন শহরের বাইরে বোলপুরে গীতবিতান সিটি গড়ে তুলছে হিডকো। কর্তৃপক্ষ এবার বিরাট বহর কাজ করবে। হিডকোর উদ্যোগে রাজ্যে আরও গড়ে উঠবে ‘গ্রীন সিটি’ এবং ‘খেল সিটি’। ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন (হিডকো)-এর নয়া চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার রাজ্য আবাসন দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ফিরাহদ হাকিমকে হিডকোর চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়। আর দেবাশিসবাবুকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে বসান হয়েছে। শুক্রবার নিউটাউন নারকেলবাগান মোড় পার্শ্ববর্তী সংস্থার ভবনে পৌঁছে আগের চেয়ারম্যান দেবাশিস সেনের কাছে নিজের দায়িত্ব বুঝে নিলেন ফিরহাদ। দায়িত্বভার নিয়েই হিডকোর আধিকারিকদের নিয়ে করলেন প্রশাসনিক বৈঠক। একইসঙ্গে চেয়ারম্যান ফিরহাদের হাতের ছোঁয়ায় হিডকো পরিচালিত ইকোপার্কের ওয়েবসাইটের নবরূপে পথ চলা শুরু হল। এদিন যাবতীয় দায়িত্ব বুঝে নিয়ে হিডকোর নয়া চেয়ারম্যান মন্ত্রী ফিরহাদ বললেন, ‘বহুদিন ধরে আমি আর দেবাশিস সেন একসঙ্গে কাজ করেছি। আমি প্রথম নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়ে দেবাশিস সেনের সঙ্গে কাজ করেছি। এবারেও আমার ভেবে আনন্দ লাগছে যে, আমরা দুজনে এক সঙ্গে কাজ করব’। দেবাশিস সেনকে পাশে বসিয়ে নিয়ে মন্ত্রী আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধুনিক শহরের ওপর জোর দিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব’। এদিন হিডকোর নতুন চেয়ারম্যানককে শুভেচ্ছা জানতে হিডকো ভবনে এসেছিলেন দলীয় নেতৃত্ব ছাড়াও অনেকেই। যেমন এসেছিলেন, বিধাননগরের প্রশাসনিক বোর্ডের প্রধান কৃষ্ণ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য জাহানারা বিবি, যুবনেতা আফতাব উদ্দিন, পাথরঘাটা পঞ্চায়েতের প্রধান উত্তম বিশ্বাস, সাহিনুর রহমান, হাজী রহিমবস্ক ওয়াকফ এসেস্ট কমিটির সম্পাদক কুতুবু উদ্দিন তরফদার-সহ প্রমুখ।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিডকোর উদ্যোগে রাজ্যে গড়ে উঠবে ‘গ্রীন সিটি’ এবং ‘খেল সিটি’, চেয়ারম্যানের পদে বসে বললেন মন্ত্রী ফিরহাদ

আপডেট : ৩০ জুলাই ২০২১, শুক্রবার

ফারুক আলম: কলকাতার উপনগরী নিউটাউন শহরের বাইরে বোলপুরে গীতবিতান সিটি গড়ে তুলছে হিডকো। কর্তৃপক্ষ এবার বিরাট বহর কাজ করবে। হিডকোর উদ্যোগে রাজ্যে আরও গড়ে উঠবে ‘গ্রীন সিটি’ এবং ‘খেল সিটি’। ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন (হিডকো)-এর নয়া চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার রাজ্য আবাসন দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে ফিরাহদ হাকিমকে হিডকোর চেয়ারম্যান হিসাবে মনোনীত করা হয়। আর দেবাশিসবাবুকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে বসান হয়েছে। শুক্রবার নিউটাউন নারকেলবাগান মোড় পার্শ্ববর্তী সংস্থার ভবনে পৌঁছে আগের চেয়ারম্যান দেবাশিস সেনের কাছে নিজের দায়িত্ব বুঝে নিলেন ফিরহাদ। দায়িত্বভার নিয়েই হিডকোর আধিকারিকদের নিয়ে করলেন প্রশাসনিক বৈঠক। একইসঙ্গে চেয়ারম্যান ফিরহাদের হাতের ছোঁয়ায় হিডকো পরিচালিত ইকোপার্কের ওয়েবসাইটের নবরূপে পথ চলা শুরু হল। এদিন যাবতীয় দায়িত্ব বুঝে নিয়ে হিডকোর নয়া চেয়ারম্যান মন্ত্রী ফিরহাদ বললেন, ‘বহুদিন ধরে আমি আর দেবাশিস সেন একসঙ্গে কাজ করেছি। আমি প্রথম নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী হয়ে দেবাশিস সেনের সঙ্গে কাজ করেছি। এবারেও আমার ভেবে আনন্দ লাগছে যে, আমরা দুজনে এক সঙ্গে কাজ করব’। দেবাশিস সেনকে পাশে বসিয়ে নিয়ে মন্ত্রী আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধুনিক শহরের ওপর জোর দিয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব’। এদিন হিডকোর নতুন চেয়ারম্যানককে শুভেচ্ছা জানতে হিডকো ভবনে এসেছিলেন দলীয় নেতৃত্ব ছাড়াও অনেকেই। যেমন এসেছিলেন, বিধাননগরের প্রশাসনিক বোর্ডের প্রধান কৃষ্ণ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য জাহানারা বিবি, যুবনেতা আফতাব উদ্দিন, পাথরঘাটা পঞ্চায়েতের প্রধান উত্তম বিশ্বাস, সাহিনুর রহমান, হাজী রহিমবস্ক ওয়াকফ এসেস্ট কমিটির সম্পাদক কুতুবু উদ্দিন তরফদার-সহ প্রমুখ।