কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে ফের সইফ-তাব্বুর বিরুদ্ধে হাইকোর্টে রাজস্থান সরকার

- আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: প্রায় কুড়ি বছর পর ফের কৃষ্ণসার হরিণ হত্যার মামলায় বলিউড তারকা সইফ-তাব্বুর বিরুদ্ধে হাই কোর্টে রাজস্থান সরকার। উল্লেখ্য যে, ১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরে একটি শুটিং চলাকালীন কৃষ্ণসার হরিণকে হত্যা করার অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। একই দায়ে পড়েন সইফ আলি খান, টাবু, নীলম-সহ একাধিক তারকা। এরপরই সলমনের বিরুদ্ধে অস্ত্র আইন ও কৃষ্ণসার হরিণ হত্যার মামলা রুজু হয় এবং মামলায় একমাত্র দোষী সাব্যস্ত হন সলমন খান। দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৮ সালেই পাঁচ বছরের কারদণ্ড দেওয়া হয় সলমন খানকে। এর কয়েকদিন পর সলমন খান ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান। যদিও সেই হত্যামামলার প্রতিশোধ নিতে আজও সলমনকে হত্যা করার জন্য তাড়া করে বেড়ায় বিষ্ণোই গ্যাং। গত বছরের শুরুতেই সলমনকে খুনের চেষ্টা হয়। অভিনেতার বাড়ির সামনে গুলি চলে। এরপর চলতি বছরে সলমন ঘনিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে খুন করে বিষ্ণোই গ্যাং। তার কিছুদিনের মধ্যেই ফের সলমন খানকেও খুনের হুমকি দেওয়া হয়।
।অন্যদিকে সেইসময় তথ্যপ্রমাণাদির অভাবে বেকসুর খালাস হয়ে যান সইফ আলি খান, তাব্বু, সোনালি বেন্দ্রে, নীলম এবং দুষ্মন্ত সিং। কিন্তু রাজস্থানের নিম্ন আদালত তাঁদের নির্দোষ ঘোষণা করলেও রাজস্থান সরকার তাঁদের খালাসের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। ১৬ মে, বিচারপতি মনোজ কুমার গর্গের বেঞ্চে এই আবেদন শোনা হয়। বিচারপতি বিষয়টিকে ইতিমধ্যেই বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ জুলাই।