১০০ দিনের বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের স্বারস্থ রাজ্য
- আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 40
পুবের কলম প্রতিবেদক: একশো দিনে কেন্দ্রের ধাক্কা! সোমবার কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করতে হবে কেন্দ্রকে। এই প্রকল্পের জন্য টাকাও মঞ্জুর করতে হবে তাদের। গত ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাই কোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্র। সোমবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আর্জি খারিজ করে দিয়ে হাই কোর্টের রায় বহাল থাকার কথা জানায়। ১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পক্ষে যেতেই এবার বকেয়া টাকার দাবিতে হাই কোর্টের দ্বারস্থ রাজ্য। বকেয়া মজুরি-সহ ১০০ দিনের কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলা এখনও চলছে উচ্চ আদালতে। মঙ্গলবার এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তি চেয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। আগামী ৭ নভেম্বর এই মামলাগুলির শুনানি হতে পারে।

















































