০৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
দিল্লি দাঙ্গা ষড়যন্ত্র মামলায় উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সৈফিদের জামিন খারিজ হাইকোর্টে

মারুফা খাতুন
- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 166
পুবের কলম ওয়েবডেস্ক : দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় আসামিদের জামিন আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার আদালত জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ, শার্জিল ইমাম, খালিদ সাইফি, গুলফিশা ফাতিমা, মীরান হায়দার সহ আরও চারজনের আবেদন নাম মঞ্জুর করে। এ নিয়ে মামলার নয়জন অভিযুক্তকেই জামিন থেকে বঞ্চিত হতে হলো।
আদালত জানিয়েছে, মামলার নথি ও প্রমাণের ভিত্তিতে জামিন দেওয়ার মতো উপযুক্ত কারণ নেই। ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে হওয়া দাঙ্গার পেছনে বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপিএসহ বিভিন্ন আইনে মামলা চলছে। আদালতের এই রায়ের ফলে মামলার বিচার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে বলে অনেকের ধারণা।
Tag :
Delhi riots conspiracy case high court Khalid Saifi Sarjeel Imam Umar Khalid জামিন খারিজ দিল্লি দাঙ্গা হাইকোর্ট