০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাইভোল্টেজ বৈঠক, অস্ট্রেলিয়ায় কোয়াড লিডারস সামিটে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী

ইমামা খাতুন
  • আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার
  • / 72

পুবের কলম, ওয়েবডেস্ক: মে মাসে সিডনিতে আয়োজিত কোয়াড অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। চলতি মাসের ২৩ তারিখ সেখানে পৌঁছাবেন নরেন্দ্র মোদি।  আগামী ২৪ মে আয়োজিত  হতে চলেছে এই হাইভোল্টেজ বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এই কোয়াড সামিটে যোগ দেবেন বলেই জানা গেছে।

ঘটনাপ্রসঙ্গে দ্য ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান ডায়াস্পোরা ফাউন্ডেশন-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মোদির আসন্ন সফরকে ঘিরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। এই অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উপলক্ষে বক্তব্য রাখবেন তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় কোয়াডের অন্তর্গত দেশগুলির সামিটে যাওয়ার আগে জাপানের হিরেশিমায় সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে রয়েছে জি সেভেনের বৈঠক। সেখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, জি সেভেন ও কোয়াড বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমেত একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন মোদি। সেখানে স্বভাবতই ইন্দো পেসিভিক এলাকায় চিনের দাদাগিরি প্রসঙ্গ উঠবে বলেও মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাইভোল্টেজ বৈঠক, অস্ট্রেলিয়ায় কোয়াড লিডারস সামিটে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ৫ মে ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মে মাসে সিডনিতে আয়োজিত কোয়াড অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। চলতি মাসের ২৩ তারিখ সেখানে পৌঁছাবেন নরেন্দ্র মোদি।  আগামী ২৪ মে আয়োজিত  হতে চলেছে এই হাইভোল্টেজ বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার এই কোয়াড সামিটে যোগ দেবেন বলেই জানা গেছে।

ঘটনাপ্রসঙ্গে দ্য ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান ডায়াস্পোরা ফাউন্ডেশন-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মোদির আসন্ন সফরকে ঘিরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। এই অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উপলক্ষে বক্তব্য রাখবেন তিনি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় কোয়াডের অন্তর্গত দেশগুলির সামিটে যাওয়ার আগে জাপানের হিরেশিমায় সফর করবেন প্রধানমন্ত্রী। সেখানে রয়েছে জি সেভেনের বৈঠক। সেখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, জি সেভেন ও কোয়াড বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমেত একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে মুখোমুখি হতে চলেছেন মোদি। সেখানে স্বভাবতই ইন্দো পেসিভিক এলাকায় চিনের দাদাগিরি প্রসঙ্গ উঠবে বলেও মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।