১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফের বদলাতে পারে উচ্চ মাধ্যমিকের সূচী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার
  • / 156

পুবের কলম প্রতিবেদক: পরীক্ষা আগে না নির্বাচন আগে- এই নিয়ে রাজ্য সরকার-নির্বাচন কমিশন ধন্দে রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই উপ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

ফলে পরীক্ষার সূচি নিয়ে তৈরি হয়েছে আবারও ধোঁয়াশা। ১২ এপ্রিল নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ১১ ও ১৩ তারিখ।  তাই ধন্দে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড

উল্লেখ্য, কয়েক দিন আগেই  পরীক্ষার সূচি পরিবর্তন করে সংশোধিত দিন ঘোষণা করেছে শিক্ষা সংসদ। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলে জানিয়েছে সংসদ। কারণ পরীক্ষার দিনগুলিতে শিক্ষকরা ব্যস্ত থাকেন। পাশাপাশি নির্বাচনের জন্যও শিক্ষকদের প্রয়োজন হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনাও চলছে।

আরও পড়ুন: ব্রেকিং: উচ্চ মাধ্যমিক ২০২৩-র রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশ

এর আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে সমস্যায় পড়েছিল সংসদ। জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন মিলে যাওয়ায়, বাধ্য হয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল করতে হয়েছিল। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। জেইই মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ২০২৩- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের কৃ‌তী‌দের সংবর্ধনা  মুখ্যমন্ত্রীর

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কয়েক লক্ষ পরীক্ষার্থী জয়েন্টের পরীক্ষা দেন। কেন্দ্রের তরফ থেকে জয়েন্ট পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। ওই সময়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু দুটো পরীক্ষা সমসাময়িক হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হত পরীক্ষার্থীদের। সেকথা ভেবে উচ্চ মাধ্যমিকের সূচি বদলেছে সংসদ।

পরিবর্তিত সূচি অনুযায়ী দুটি দিন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। ১৩,১৬ ,

১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে। ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল সেটাই বদলে হচ্ছে ১৮ এপ্রিল। মাঝে ১২ তারিখ নির্বাচন রয়েছে। তাতে সমস্যায় পড়েছে নির্বাচন কমিশন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের বদলাতে পারে উচ্চ মাধ্যমিকের সূচী

আপডেট : ১৪ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: পরীক্ষা আগে না নির্বাচন আগে- এই নিয়ে রাজ্য সরকার-নির্বাচন কমিশন ধন্দে রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই উপ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

ফলে পরীক্ষার সূচি নিয়ে তৈরি হয়েছে আবারও ধোঁয়াশা। ১২ এপ্রিল নির্বাচনের দিনক্ষণ ঠিক করে কমিশন। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ১১ ও ১৩ তারিখ।  তাই ধন্দে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে কমল পরীক্ষার্থীর সংখ্যা, প্রশ্নফাঁস রুখতে থাকছে বারকোড

উল্লেখ্য, কয়েক দিন আগেই  পরীক্ষার সূচি পরিবর্তন করে সংশোধিত দিন ঘোষণা করেছে শিক্ষা সংসদ। সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বলে জানিয়েছে সংসদ। কারণ পরীক্ষার দিনগুলিতে শিক্ষকরা ব্যস্ত থাকেন। পাশাপাশি নির্বাচনের জন্যও শিক্ষকদের প্রয়োজন হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনাও চলছে।

আরও পড়ুন: ব্রেকিং: উচ্চ মাধ্যমিক ২০২৩-র রিভিউ-স্ক্রুটিনির ফলাফল প্রকাশ

এর আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে সমস্যায় পড়েছিল সংসদ। জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার দিন মিলে যাওয়ায়, বাধ্য হয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল করতে হয়েছিল। ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। জেইই মেইন পরীক্ষা ১৬ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: ২০২৩- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের কৃ‌তী‌দের সংবর্ধনা  মুখ্যমন্ত্রীর

বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কয়েক লক্ষ পরীক্ষার্থী জয়েন্টের পরীক্ষা দেন। কেন্দ্রের তরফ থেকে জয়েন্ট পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। ওই সময়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু দুটো পরীক্ষা সমসাময়িক হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হত পরীক্ষার্থীদের। সেকথা ভেবে উচ্চ মাধ্যমিকের সূচি বদলেছে সংসদ।

পরিবর্তিত সূচি অনুযায়ী দুটি দিন নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। ১৩,১৬ ,

১৮ ও ২০ এপ্রিলের পরীক্ষাগুলির দিন পরিবর্তন করা হয়েছে। ১৩ তারিখে দর্শন ও সমাজবিজ্ঞানের যে পরীক্ষা ছিল সেটাই বদলে হচ্ছে ১৮ এপ্রিল। মাঝে ১২ তারিখ নির্বাচন রয়েছে। তাতে সমস্যায় পড়েছে নির্বাচন কমিশন।