৩০ অগাস্ট ২০২৫, শনিবার, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
রিভিউ ও স্ক্রুটিনির দিনক্ষণ জানাল শিক্ষা সংসদ

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

ইমামা খাতুন
  • আপডেট : ৭ মে ২০২৫, বুধবার
  • / 388

জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে কাটল জটিলতা,

পুবের কলম প্রতিবেদকঃ পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় আজ বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ করা হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপের মাধ্যমে আজ বুধবার দুপুর ২টো থেকে ফলাফল দেখার পাশাপাশি ফলাফল ডাউনলোডও  করা যাবে। তবে মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ন

বিজ্ঞপ্তি দিয়ে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির আবেদন গ্রহণ করা হবে ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তৎকাল স্ক্রুটিনির জন্য ৬০০ টাকা এবং রিভিউয়ের প্রতি বিষয়ের জন্য ৮০০ টাকা ফি প্রদান করতে হবে। তৎকাল ছাড়া সাধারণ স্ক্রুটিনির ও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে ৮ মে, রাত ১২টা থেকে ২২ মে, ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, শীর্ষে পূর্ব মেদিনীপুর

সাধারণ স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ২০০ টাকা দিতে হবে।রিভিউ শুধুমাত্র ২টি বিষয়ের উপর করা যাবে। এই পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে। যারা রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবে, তারা আরটিআই (তথ্যের অধিকার আইন) করতে পারবে না।

আরও পড়ুন: madhyamik এক নজরে দেখে নিন জেলা ভিত্তিক পাশের হার

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানার জন্য

  • www.wbresults.nic.in
  • www.exametc.com
  • www.indiaresults.com
  • ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Higher Secondary Result 2025 -এ ক্লিক করতে হবে।
  • এরপর Enter Your Registration No. -এর ঘরে ক্লিক করতে হবে।
  • এরপর Enter Date of Birth -এর জায়গায় গিয়ে নিজের জন্ম তারিখ দিতে হবে।
  • তারপর Submit বোতামে ক্লিক করলেই পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রিভিউ ও স্ক্রুটিনির দিনক্ষণ জানাল শিক্ষা সংসদ

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

আপডেট : ৭ মে ২০২৫, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় আজ বুধবার প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ করা হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপের মাধ্যমে আজ বুধবার দুপুর ২টো থেকে ফলাফল দেখার পাশাপাশি ফলাফল ডাউনলোডও  করা যাবে। তবে মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ন

বিজ্ঞপ্তি দিয়ে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, তৎকাল রিভিউ ও স্ক্রুটিনির আবেদন গ্রহণ করা হবে ৮ মে রাত ১২টা থেকে ১১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তৎকাল স্ক্রুটিনির জন্য ৬০০ টাকা এবং রিভিউয়ের প্রতি বিষয়ের জন্য ৮০০ টাকা ফি প্রদান করতে হবে। তৎকাল ছাড়া সাধারণ স্ক্রুটিনির ও রিভিউয়ের আবেদন গ্রহণ করা হবে ৮ মে, রাত ১২টা থেকে ২২ মে, ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ, শীর্ষে পূর্ব মেদিনীপুর

সাধারণ স্ক্রুটিনির জন্য ১৫০ টাকা এবং রিভিউয়ের জন্য ২০০ টাকা দিতে হবে।রিভিউ শুধুমাত্র ২টি বিষয়ের উপর করা যাবে। এই পুরো প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে হবে। যারা রিভিউ বা স্ক্রুটিনির আবেদন করবে, তারা আরটিআই (তথ্যের অধিকার আইন) করতে পারবে না।

আরও পড়ুন: madhyamik এক নজরে দেখে নিন জেলা ভিত্তিক পাশের হার

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানার জন্য

  • www.wbresults.nic.in
  • www.exametc.com
  • www.indiaresults.com
  • ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Higher Secondary Result 2025 -এ ক্লিক করতে হবে।
  • এরপর Enter Your Registration No. -এর ঘরে ক্লিক করতে হবে।
  • এরপর Enter Date of Birth -এর জায়গায় গিয়ে নিজের জন্ম তারিখ দিতে হবে।
  • তারপর Submit বোতামে ক্লিক করলেই পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পাবেন।