১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কর্নাটকের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা! মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র সংগঠনের

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্ক: কর্নাটকের একটি নার্সিং কলেজে হিজাব ও বোরখা পরার কারণে কাশ্মীরি ছাত্রীদের ক্লাসে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে—এই অভিযোগে সরব জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, রাজীব গান্ধী স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অনুমোদিত শ্রী সৌভাগ্য ললিতা কলেজ অফ নার্সিং-এ পড়ুয়া কাশ্মীরি ছাত্রীদের কয়েকদিন ধরে ক্লাসরুম ও ল্যাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ—তাঁরা হিজাব বা বোরখা পরেছেন, যা তাঁদের ধর্মীয় বিশ্বাসের পরিচায়ক।

চিঠিতে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ ঘটনাটি “ধর্মীয় বৈষম্য ও অপমানের শামিল”। সংগঠনের জাতীয় আহ্বায়ক নাসির খুয়াহামি অভিযোগ করেছেন, কলেজের চেয়ারম্যান নাকি শ্রেণিকক্ষে ঢুকে হিজাব পরা শিক্ষার্থীদের বেরিয়ে যেতে বলেন। প্রতিবাদ জানালে চেয়ারম্যান সাফ জানিয়ে দেন—“এটি আমাদের কলেজ, আমাদের নিয়মই মানতে হবে।”

আরও পড়ুন: Iran: নারীদের পোশাকবিধি নিশ্চিত করতে নয়া প্রযুক্তি

ছাত্র সংগঠনের দাবি, শিক্ষার্থীদের হিজাব না খুললে বহিষ্কার এবং তাঁদের অ্যাকাডেমিক নথি আটকে রাখার হুমকি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষা দপ্তর, রাজীব গান্ধী স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং সংখ্যালঘু কমিশনের কাছে ন্যায়বিচারের আর্জি জানিয়েছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: হিজাবে ঢাকল Eiffel Tower

আরও পড়ুন: তিন কাশ্মীরি মহিলাকে আটক পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কর্নাটকের নার্সিং কলেজে কাশ্মীরি ছাত্রীদের হিজাব নিষেধাজ্ঞা! মুখ্যমন্ত্রীকে চিঠি ছাত্র সংগঠনের

আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: কর্নাটকের একটি নার্সিং কলেজে হিজাব ও বোরখা পরার কারণে কাশ্মীরি ছাত্রীদের ক্লাসে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে—এই অভিযোগে সরব জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছে।

অভিযোগ অনুযায়ী, রাজীব গান্ধী স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অনুমোদিত শ্রী সৌভাগ্য ললিতা কলেজ অফ নার্সিং-এ পড়ুয়া কাশ্মীরি ছাত্রীদের কয়েকদিন ধরে ক্লাসরুম ও ল্যাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারণ—তাঁরা হিজাব বা বোরখা পরেছেন, যা তাঁদের ধর্মীয় বিশ্বাসের পরিচায়ক।

চিঠিতে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ ঘটনাটি “ধর্মীয় বৈষম্য ও অপমানের শামিল”। সংগঠনের জাতীয় আহ্বায়ক নাসির খুয়াহামি অভিযোগ করেছেন, কলেজের চেয়ারম্যান নাকি শ্রেণিকক্ষে ঢুকে হিজাব পরা শিক্ষার্থীদের বেরিয়ে যেতে বলেন। প্রতিবাদ জানালে চেয়ারম্যান সাফ জানিয়ে দেন—“এটি আমাদের কলেজ, আমাদের নিয়মই মানতে হবে।”

আরও পড়ুন: Iran: নারীদের পোশাকবিধি নিশ্চিত করতে নয়া প্রযুক্তি

ছাত্র সংগঠনের দাবি, শিক্ষার্থীদের হিজাব না খুললে বহিষ্কার এবং তাঁদের অ্যাকাডেমিক নথি আটকে রাখার হুমকি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে মুখ্যমন্ত্রী ছাড়াও শিক্ষা দপ্তর, রাজীব গান্ধী স্বাস্থ্য ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এবং সংখ্যালঘু কমিশনের কাছে ন্যায়বিচারের আর্জি জানিয়েছে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: হিজাবে ঢাকল Eiffel Tower

আরও পড়ুন: তিন কাশ্মীরি মহিলাকে আটক পুলিশের