০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু, বাতিল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার
  • / 7

পুবের কলম, ওয়েব ডেস্ক: করোনা আক্রান্ত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু। ফলে বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। গত ১৬ ডিসেম্বর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায়-যোগ দিয়েছিলেন তিনি। এর পরেই করোনা আক্রান্ত হলেন হিমাচলের মুখ্যমন্ত্রী।

নিজের ভবনেই আইসোলেশনে আছেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এই খবর জানানো হয়েছে। চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর উপসর্গ বিহীন করোনা হয়েছে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর মাত্র এক সপ্তাহ পেরিয়েছে। এর মধ্যেই করোনা আক্রান্ত হলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

হিমাচল সরকারের মুখপাত্র জানান, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়া দিল্লিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বৈঠক ছিল। বৈঠকের আগে মুখ্যমন্ত্রীর রুটিন চেকআপ হয়। রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন সুখবিন্দর সিং সুখু। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিনই তাঁর প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্তের জেরে বৈঠক বাতিল হয়ে গেল। আগামী ২২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে হিমাচল বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেও যোগ দিতে পারবেন না মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং।

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আক্রান্ত হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু, বাতিল প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: করোনা আক্রান্ত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু। ফলে বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। গত ১৬ ডিসেম্বর রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায়-যোগ দিয়েছিলেন তিনি। এর পরেই করোনা আক্রান্ত হলেন হিমাচলের মুখ্যমন্ত্রী।

নিজের ভবনেই আইসোলেশনে আছেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এই খবর জানানো হয়েছে। চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীর উপসর্গ বিহীন করোনা হয়েছে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর মাত্র এক সপ্তাহ পেরিয়েছে। এর মধ্যেই করোনা আক্রান্ত হলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

হিমাচল সরকারের মুখপাত্র জানান, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নয়া দিল্লিতে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বৈঠক ছিল। বৈঠকের আগে মুখ্যমন্ত্রীর রুটিন চেকআপ হয়। রিপোর্ট পজিটিভ আসে।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন সুখবিন্দর সিং সুখু। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এদিনই তাঁর প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আক্রান্তের জেরে বৈঠক বাতিল হয়ে গেল। আগামী ২২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে হিমাচল বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেই অধিবেশনেও যোগ দিতে পারবেন না মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং।

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির