মেঘভাঙা বৃষ্টি ও ভয়াল প্লাবনে বিপর্যস্ত উত্তর ভারতের একাংশ, মৃত বেড়ে ৪

- আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 34
পুবের কলম,ওয়েবডেস্ক: প্রকৃতির ভয়াল রোষের মুখে উত্তর ভারতের একাংশ। মেঘভাঙা বৃষ্টি ও ভয়াল প্লাবনে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখণ্ড। মৃত কমপক্ষে ৪। আহত ও নিখোঁজের সংখ্যা অর্ধ শতাধিক। ক্ষতিগ্রস্ত বেশ অসংখ্য বাড়িঘর। বেশ কিছু দিন ধরেই ভারী বৃষ্টিপাত চলছে হিমাচল প্রদেশে। তবে সোমবার রাত থেকে আরও বেড়েছে বৃষ্টির পরিমাণ।
সোমবার রাতভোর চলা বৃষ্টিতে সবথেকে ক্ষতি হয়েছে মান্ডি জেলায়। কারসোগ, সেরাজ এবং ধরমপুর এলাকায় কার্যত ব্যাহত স্বাভাবিক জীবন। ভারী বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে স্তব্ধ কিতারপুর-মানালি জাতীয় সড়ক। যার প্রভাব পড়েছে যান চলাচলে। বহু যাত্রী রাতভর ওই টানেলে আটকা পড়েছিলেন। একাধিক জায়গায় ভূমিধসের কারণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছে অনেক বাড়ি। জারি রেড অ্যালার্ট। পরিস্থিতি বিবেচনা করে চামোলি ও উত্তরকাশীতেও বন্ধ স্কুল।
প্রসঙ্গত, ভারী বৃষ্টিপাতের কারণে মান্ডির প্রতিটি নদী ও খালের জল বিপদসীমার মধ্য দিয়ে বইছে। বিপাশা নদীর জলস্তরও বিপদসীমার উপর দিয়ে বইছে। এই আবহে বিয়াস নদীর উপর পান্ডো বাঁধ থেকে দেড় লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়া হয়েছে ৷ ফলস্বরূপ পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে পড়ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।