০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লাউডস্পিকার নিয়ে রাজনীতি করে হিন্দুত্বের শ্বাসরোধ করা হচ্ছে: সঞ্জয় রাউত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্ক:  লাউডস্পিকার নিয়ে রাজনীতি করে হিন্দুত্বের শ্বাসরোধ করা হচ্ছে বলে, বিজেপি ও মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেকে কটাক্ষ করলেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত। এটিকে হিন্দুত্বের জন্য একটি কালো দিন বলে উল্লেখ করে সঞ্জয় রাউত বলেন, লাউডস্পিকার নিয়ে রাজনীতির কারণে হিন্দুরা অনেক ধর্মীয় স্থানে সকালের আরতি শুনতে পারছে না। জোর করে এমন ঘটনা ঘটাতে আগে কখনও দেখিনি।

লাউডস্পিকার ইস্যু নিয়ে বিজেপি ও মহারাষ্ট্র নব নির্মাণ সেনার পক্ষপাতিত্ব করা নিয়ে সঞ্জয় রাউত বলেন, এই অবস্থায় বিষয়টি নিষ্পত্তি হওয়ারও কোনও লক্ষণ দেখছি না।

সঞ্জয় রাউত ট্যুইট করে বলেন, লাউডস্পিকার নিয়ে রাজনীতিবিদরা হিন্দুত্বের শ্বাসরোধ করে ফেলেছেন। বহু বছর ধরে মন্দিরগুলিতে কাকদ আরতি উপভোগ করে আসছে ভক্তরা। শিরডি এবং ত্রেম্বকেশ্বর সহ তীর্থস্থানের অনেক জায়গায় লাউডস্পিকার বন্ধ থাকায় ভক্তরা সকালের কাকদ আরতি শুনতে পারছে না।

সঞ্জয় রাউত হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে রাজ ঠাকরের দিকে অভিযোগের আঙুল তোলেন। সঞ্জয় বলেন, এর আগে রাজ ঠাকরে মারাঠিদের সঙ্গে একই জিনিস চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। রাউত দাবি করেন, রাজ ঠাকরেকে আসলে ব্যবহার করছে বিজেপি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লাউডস্পিকার নিয়ে রাজনীতি করে হিন্দুত্বের শ্বাসরোধ করা হচ্ছে: সঞ্জয় রাউত

আপডেট : ৫ মে ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  লাউডস্পিকার নিয়ে রাজনীতি করে হিন্দুত্বের শ্বাসরোধ করা হচ্ছে বলে, বিজেপি ও মহারাষ্ট্র নব নির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরেকে কটাক্ষ করলেন শিব সেনা সাংসদ সঞ্জয় রাউত। এটিকে হিন্দুত্বের জন্য একটি কালো দিন বলে উল্লেখ করে সঞ্জয় রাউত বলেন, লাউডস্পিকার নিয়ে রাজনীতির কারণে হিন্দুরা অনেক ধর্মীয় স্থানে সকালের আরতি শুনতে পারছে না। জোর করে এমন ঘটনা ঘটাতে আগে কখনও দেখিনি।

লাউডস্পিকার ইস্যু নিয়ে বিজেপি ও মহারাষ্ট্র নব নির্মাণ সেনার পক্ষপাতিত্ব করা নিয়ে সঞ্জয় রাউত বলেন, এই অবস্থায় বিষয়টি নিষ্পত্তি হওয়ারও কোনও লক্ষণ দেখছি না।

সঞ্জয় রাউত ট্যুইট করে বলেন, লাউডস্পিকার নিয়ে রাজনীতিবিদরা হিন্দুত্বের শ্বাসরোধ করে ফেলেছেন। বহু বছর ধরে মন্দিরগুলিতে কাকদ আরতি উপভোগ করে আসছে ভক্তরা। শিরডি এবং ত্রেম্বকেশ্বর সহ তীর্থস্থানের অনেক জায়গায় লাউডস্পিকার বন্ধ থাকায় ভক্তরা সকালের কাকদ আরতি শুনতে পারছে না।

সঞ্জয় রাউত হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলে রাজ ঠাকরের দিকে অভিযোগের আঙুল তোলেন। সঞ্জয় বলেন, এর আগে রাজ ঠাকরে মারাঠিদের সঙ্গে একই জিনিস চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। রাউত দাবি করেন, রাজ ঠাকরেকে আসলে ব্যবহার করছে বিজেপি।