০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াকাফ সংশোধনী আইন বাতিলের দাবিতে জয়নগরে ঐতিহাসিক মহামিছিল

চামেলি দাস
  • আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 77

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ওয়াকাফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বুধবার বিকালে জয়নগর বিধানসভার বকুলতলা থানার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের কোম্পানির রাস্তার মোড় থেকে নতুন হাট পর্যন্ত মতিউর সেখ ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখের নেতৃত্বে ঐতিহাসিক মহামিছিল হয়ে গেল।যাতে বিভিন্ন ধর্মের কয়েক হাজার মানুষ পা মেলালেন।এদিনের এই মিছিলে পা মেলালেন জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর,দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অরুণ নস্কর, জমিয়েত উলেমা হিন্দের জেলা সহ সভাপতি মুফতি আমিরালি মাল, সালাউদ্দিন সেখ,কালীপদ সরদার, সেলিম লস্কর,মহামিছিলের আহ্বায়ক মতিউর সেখ সহ আরো অনেকে।এদিন মহামিছিলের শেষে নতুনহাটে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ওয়াকাফ আইন কি তাঁর বিস্তারিত তথ্য তুলে ধরলেন।এদিন জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ বলেন,কেন্দ্রের মোদী সরকারের তুঘলকি কান্ড আমরা কোনভাবেই মেনে নোবো না।আমাদের এই ওয়াকাফ সম্পত্তি আমাদের পূর্ব পুরুষদের। এই সম্পত্তি কি করে সরকারের হতে পারে।আমরা এই আইন মানি না।আমরা চাই অবিলম্বে এই কালা আইন বাতিল করতে হবে।আমরা এখানে সবধর্মের মানুষ একসাথে বাস করি।আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।বিজেপি সরকার এই ওয়াকাফ আইনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে।এটা আমরা কোনো ভাবেই মেনে নিতে পারবো না।এই আইন বাতিল না হলে আমাদের এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আকার নেবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়াকাফ সংশোধনী আইন বাতিলের দাবিতে জয়নগরে ঐতিহাসিক মহামিছিল

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, বুধবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ওয়াকাফ সংশোধনী আইন বাতিলের দাবিতে বুধবার বিকালে জয়নগর বিধানসভার বকুলতলা থানার গড়দেওয়ানি গ্রাম পঞ্চায়েতের কোম্পানির রাস্তার মোড় থেকে নতুন হাট পর্যন্ত মতিউর সেখ ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখের নেতৃত্বে ঐতিহাসিক মহামিছিল হয়ে গেল।যাতে বিভিন্ন ধর্মের কয়েক হাজার মানুষ পা মেলালেন।এদিনের এই মিছিলে পা মেলালেন জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর,দক্ষিন বারাশত গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান অরুণ নস্কর, জমিয়েত উলেমা হিন্দের জেলা সহ সভাপতি মুফতি আমিরালি মাল, সালাউদ্দিন সেখ,কালীপদ সরদার, সেলিম লস্কর,মহামিছিলের আহ্বায়ক মতিউর সেখ সহ আরো অনেকে।এদিন মহামিছিলের শেষে নতুনহাটে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ওয়াকাফ আইন কি তাঁর বিস্তারিত তথ্য তুলে ধরলেন।এদিন জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনাবানু শেখ বলেন,কেন্দ্রের মোদী সরকারের তুঘলকি কান্ড আমরা কোনভাবেই মেনে নোবো না।আমাদের এই ওয়াকাফ সম্পত্তি আমাদের পূর্ব পুরুষদের। এই সম্পত্তি কি করে সরকারের হতে পারে।আমরা এই আইন মানি না।আমরা চাই অবিলম্বে এই কালা আইন বাতিল করতে হবে।আমরা এখানে সবধর্মের মানুষ একসাথে বাস করি।আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।বিজেপি সরকার এই ওয়াকাফ আইনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে।এটা আমরা কোনো ভাবেই মেনে নিতে পারবো না।এই আইন বাতিল না হলে আমাদের এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর আকার নেবে।