০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় ছুটি বাতিল হাওড়া পুরসভায়, খোলা হল কন্ট্রোলরুম

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার
  • / 67

 

 

আরও পড়ুন: হাওড়া পুরসভার ইউটিউব চ্যানেল আত্মপ্রকাশ করল

আইভি আদক, হাওড়া:ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিলো হাওড়া পুরসভা। বিপর্যয় মোকাবিলা, নিকাশি, ড্রেনেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের ছুটি বাতিল করা হয়েছে। সিত্রাং মোকাবিলায় হাওড়া পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নাম্বার ৬২৯২২৩২৮৭০/৭১। এই কন্ট্রোল রুম খোলা থাকছে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৪ ঘন্টা কন্টোল রুম খোলা থাকবে। ২টি শিফটে ২ জন করে থাকবেন কন্ট্রোল রুমে। পুরসভার মোটর ভিহেকেলস, কনজারভেন্সি, হেলথ, ডিএমজি, ড্রেনেজ, জল, বিদ্যুৎ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: হাওড়া পুরসভায় পেনসনের দাবিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের থালা,  বাটি হাতে ধরনা

 

আরও পড়ুন: বাজেট পেশ হাওড়া পুরসভায়, নতুন কোনও কর বসেনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মোকাবিলায় ছুটি বাতিল হাওড়া পুরসভায়, খোলা হল কন্ট্রোলরুম

আপডেট : ২২ অক্টোবর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: হাওড়া পুরসভার ইউটিউব চ্যানেল আত্মপ্রকাশ করল

আইভি আদক, হাওড়া:ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম সতর্কতা নিলো হাওড়া পুরসভা। বিপর্যয় মোকাবিলা, নিকাশি, ড্রেনেজ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরের ছুটি বাতিল করা হয়েছে। সিত্রাং মোকাবিলায় হাওড়া পুরসভার তরফ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর নাম্বার ৬২৯২২৩২৮৭০/৭১। এই কন্ট্রোল রুম খোলা থাকছে ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। ২৪ ঘন্টা কন্টোল রুম খোলা থাকবে। ২টি শিফটে ২ জন করে থাকবেন কন্ট্রোল রুমে। পুরসভার মোটর ভিহেকেলস, কনজারভেন্সি, হেলথ, ডিএমজি, ড্রেনেজ, জল, বিদ্যুৎ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: হাওড়া পুরসভায় পেনসনের দাবিতে অবসরপ্রাপ্ত কর্মচারীদের থালা,  বাটি হাতে ধরনা

 

আরও পড়ুন: বাজেট পেশ হাওড়া পুরসভায়, নতুন কোনও কর বসেনি