সউদির বিমানে ৯ ভাষায় পবিত্র উমরাহর তথ্যচিত্র
ইমামা খাতুন
- আপডেট :
২৫ ডিসেম্বর ২০২২, রবিবার
- / 10
পুবের কলম ওয়েব ডেস্কঃ বিভিন্ন দেশের উমরাহযাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করতে ভিডিয়ো ডকুমেন্টারি বা তথ্যচিত্রের মাধ্যমে পবিত্র হজ ও উমরাহ পালনের পদ্ধতি দেখাচ্ছে সউদির একাধিক বিমান সংস্থা। বাংলাসহ ৯টি ভাষায় উমরাহ বিষয়ক তথ্যচিত্র দেখানো হচ্ছে। হজ ও উমরাহ পালনের তথ্যচিত্র প্রদর্শনের এ উদ্যোগ নিয়েছে সউদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রক।
১৪৪টি বিমানে ৯টি ভাষায় এই তথ্যচিত্র দেখানো হচ্ছে উমরাহযাত্রীদের। গত সোমবার জেদ্দায় প্রিন্স সুলতান অ্যাকাডেমি অব অ্যাভিয়েশন সায়েন্সেসের সদর দফতরে ‘রিহলাতুল উমর’ বা ‘জার্নি অব অ্যা লাইফটাইম’ নামে এই তথ্যচিত্রের উদ্বোধন করা হয়। হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ এর উদ্বোধন করেন।
মূলত বিভিন্ন দেশের উমরাহযাত্রীদের মধ্যে সচেতনতাবোধ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, সউদির ওয়াকফ বিভাগ ও সউদি এয়ারলাইন্সের যৌথ উদ্যোগে আরবি, ইংরেজি, বাংলা, ফার্সি, ফ্রেঞ্চ, হাউসা, ইন্দোনেশিয়ান, তুর্কি ও উর্দু ভাষায় ফিল্মটি প্রদর্শন করা হচ্ছে।
এতে পবিত্র হজ ও উমরাহ পালনের সব নিয়ম-নীতি আকর্ষণীয় ভাবে তুলে ধরা হচ্ছে। হজ ও উমরাহর সময় ব্যবহার্য বিমানবন্দর, আল-হারামাইন এক্সপ্রেস ট্রেন স্টেশন, মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ বিভিন্ন স্থানে উমরাহযাত্রীদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয় এই তথ্যচিত্রে। হজ ও উমরাহ মন্ত্রকের জেনারেল বিভাগের পরিচালক তুর্কি আল-খালাফ জানান, সউদি এয়ারলাইন্সের বিমানে যাত্রীদের হজ ও উমরাহ চ্যানেলের মাধ্যমে ফিল্মটি দেখানো হচ্ছে।