১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হস্তান্তরের ২৫ বছর উদযাপন হংকং-এর

ইমামা খাতুন
  • আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার
  • / 79

পূবের কলম ওয়েবডেস্কঃ ­ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে ব্রিটিশদের থেকে হস্তান্তরের ২৫ বছর পূর্তি উদযাপন করল হংকং। এই উপলক্ষে ২০২০ সালের পর এই প্রথম চিনের মূল ভূখন্ডের বাইরে গেলেন শি জিন পিং। ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেনের অধীন থেকে হংকংয়ের মালিকানা চিনের কাছে হস্তান্তরিত হয়।

 

আরও পড়ুন: ২৫ বছরেরও মিলেনি ফ্যামিলি পেনশন? ‘ক্ষুব্ধ’ ডিভিশন বেঞ্চ

সেই থেকে প্রতি বছরের ১ জুলাই হংকং হস্তান্তর দিবস পালন করা হয়। অনুষ্ঠানে হংকংয়ের নতুন প্রধান নির্বাহী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পুলিশ প্রধান জন লি। শি জিনপিং এর উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। মূলত ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হলেন লি। অনুষ্ঠানে শি জিনপিং বলেন, ‘এক দেশ দুই ব্যবস্থা’ মডেলটি শহরটিকে রক্ষা করতে কাজ করেছে এবং এটি দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: ৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং

 

আরও পড়ুন: হংকংয়ের নতুন নেতা হচ্ছেন লি

তবে সাম্প্রতিক বছরগুলিতে হংকংয়ের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বাকস্বাধীনতা ও ভিন্নমতকে দমন নিয়ে আইন প্রণয়নের জন্য সমালোচনার মুখে পড়েছে চিন। চিনের বিরুদ্ধে ব্রিটেনের অভিযোগ, বেজিং তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হস্তান্তরের ২৫ বছর উদযাপন হংকং-এর

আপডেট : ১ জুলাই ২০২২, শুক্রবার

পূবের কলম ওয়েবডেস্কঃ ­ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে ব্রিটিশদের থেকে হস্তান্তরের ২৫ বছর পূর্তি উদযাপন করল হংকং। এই উপলক্ষে ২০২০ সালের পর এই প্রথম চিনের মূল ভূখন্ডের বাইরে গেলেন শি জিন পিং। ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেনের অধীন থেকে হংকংয়ের মালিকানা চিনের কাছে হস্তান্তরিত হয়।

 

আরও পড়ুন: ২৫ বছরেরও মিলেনি ফ্যামিলি পেনশন? ‘ক্ষুব্ধ’ ডিভিশন বেঞ্চ

সেই থেকে প্রতি বছরের ১ জুলাই হংকং হস্তান্তর দিবস পালন করা হয়। অনুষ্ঠানে হংকংয়ের নতুন প্রধান নির্বাহী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন পুলিশ প্রধান জন লি। শি জিনপিং এর উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তিনি। মূলত ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হলেন লি। অনুষ্ঠানে শি জিনপিং বলেন, ‘এক দেশ দুই ব্যবস্থা’ মডেলটি শহরটিকে রক্ষা করতে কাজ করেছে এবং এটি দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে হবে।

আরও পড়ুন: ৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং

 

আরও পড়ুন: হংকংয়ের নতুন নেতা হচ্ছেন লি

তবে সাম্প্রতিক বছরগুলিতে হংকংয়ের ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বাকস্বাধীনতা ও ভিন্নমতকে দমন নিয়ে আইন প্রণয়নের জন্য সমালোচনার মুখে পড়েছে চিন। চিনের বিরুদ্ধে ব্রিটেনের অভিযোগ, বেজিং তার প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছে।