৯৪৫ দিন পর মাস্ক পরার বাধ্যবাধকতা তুলল হংকং

- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্ক: মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিল চিনের প্রশাসনিক অঞ্চল হংকং। মঙ্গলবার হংকংয়ের নেতা জন লি বলেন, ঘরে-বাইরে এবং গণপরিববহনে এখন থেকে আর মাস্ক পরা লাগবে না। করোনা শুরুর পর মাস্ক পরার নিয়ম চালু হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ৯৪৫ দিন পর এ নিয়ম তুলে দিল হংকং। এখন থেকে হংকংয়ের জনগণকে আর মাস্ক পরতে হবে না। এতে দীর্ঘ সময় ধরে চলা কোভিড যুগের সমাপ্তি ঘটতে চলেছে।
জন লি বলেন, ‘আমরা এখন স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাচ্ছি।’ এশিয়ার ব্যস্ততম বন্দর ও পর্যটন নগরী হংকং পর্যটক ও বিনিয়োগকারীদের ফিরিয়ে আনার জোর প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিল। এর আগে, পর্যটন খাত চাঙা করতে পর্যটকদের বিনামূল্যে বিমানের ৫ লক্ষ টিকিট দেওয়ার ঘোষণা করেছিল হংকং সরকার।
‘হ্যালো হংকং’-নামে একটি ক্যাম্পেইনের আওতায় পর্যটক টানতে এই উদ্যোগ নেয় চিনের নিয়ন্ত্রণে থাকা বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর নগরীটি। উল্লেখ্য, বিশ্বজুড়ে মহামারি দেখা দেওয়ার পর ২০২০ সালের ২৯ জুলাই থেকে জনপরিসরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল হংকং সরকার। মাস্ক না পরলে ১ হাজার ২৭৫ ডলার জরিমানার বিধানও করেছিল। যারা মাস্ক পরত না, তাদের কাছ থেকে জরিমানা আদায় করত দেশটির পুলিশ। পৃথিবীর যেসব দেশ মাস্ক পরা বাধ্যতামূলক করেছিল, তাদের মধ্যে হংকং ছিল সর্বশেষ দেশ।