পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রী বোঝায় বাস। ঘটনায় ৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেকেই। শুক্রবার ভোর সাড়ে ৫ নাগাদ দুর্ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর এবং ভদ্রাচলমের মাঝে তুলসিপাকালু গ্রামে। কী ভাবে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
সূত্রের খবর, ৩৫ তীর্থযাত্রী চিত্তুর থেকে ওই বাসে চড়ে ভদ্রাচলম মন্দির ঘুরে আন্নাভারমে যাচ্ছিলেন। তুলসিপাকালু গ্রামের কাছে বাসটি উল্টে রাস্তার ধারের খাদে পড়ে যায়। বাসটি খাদে গড়িয়ে পড়ায় ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী। প্রথমে স্থানীয় বাসিন্দারাই এগিয়ে আসেন তাঁদের সাহায্য করতে। খবর দেওয়া হয় পুলিশকেও। পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালায়।
পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।































