২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরের শেষেই ছুটতে পারে হাওড়াময়দান – এসপ্ল্যানেড মেট্রো

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 35

 

 

আরও পড়ুন: মে মাসে ছুটবে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো? পরিদর্শনে মেট্রো কর্তারা, আশায় যাত্রীরা

 

আরও পড়ুন: গঙ্গার তলা দিয়ে ছুটল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো, আজ পূর্ণাঙ্গ ট্রায়াল সম্পন্ন

 

আরও পড়ুন: হাওড়া ময়দানে ভিআইপি শোরুমে ভয়াবহ আগুন

পুবের কলম প্রতিবেদক:  বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে  চলতি বছরের শেষ বা ২০২৪ এর গোড়াতেই  ইস্ট ওয়েস্ট প্রকল্পের হাওড়াময়দান – এসপ্ল্যানেড মেট্রো চালু হতে পারে। এমন সম্ভাবনার কথাই শোনা গিয়েছে। একটি সর্ব্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মধ্যে মাটির তলায় টানেলে বেশ কিছু সমস্যা দেখা যায়। এরফলেই খানিকটা থমকে যায় প্রকল্পের কাজ। মাটির তলায় যে স্টেশনগুলি হবে তারকাজও প্রায় সম্পূর্ণ। ইস্ট-ওয়েস্ট করিডরে মোট আটটি স্টেশন আপাতত রয়েছে। শিয়ালদা  থেকে সেক্টর ফাইভ চলছে মেট্রো।

 

জানা যাচ্ছে হাওড়া ময়দান ,হাওড়া স্টেশন এবং মহাকরণ এই তিনটি স্টেশনের কাজ ইত্যিমধ্যেই শেষ। মনে করা হচ্ছে চলতি বছরের অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা এসপ্ল্যানেড স্টেশনের কাজ। অন্যদিকে গঙ্গার নীচে প্রায় ৫৫০ মিটার টানেলের কাজও হয়ে গিয়েছে।

চলতি বছরের বাজেটে এই  পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য  করা হয়েছে। তবে বৌ বাজারের মদন দত্ত লেনের কাছে বারবার ধস নামার ঘটনা অবশ্যই মেট্রোর আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের চিন্তায় রাখবে। ওয়েলিংটন স্কোয়ারের কাছেও একটি ভেন্টিলেশন শ্য়াফ্ট দিয়ে পূর্ব দিকের টানেলের সঙ্গে যুক্ত করা  হবে।

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কবে ছুটবে মেট্রো আপাতত সেই দিকেই তাকিয়ে এই রুটের লক্ষলক্ষ নিত্যযাত্রী ( ১৮১)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি বছরের শেষেই ছুটতে পারে হাওড়াময়দান – এসপ্ল্যানেড মেট্রো

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

 

আরও পড়ুন: মে মাসে ছুটবে হাওড়া-সেক্টর ফাইভ মেট্রো? পরিদর্শনে মেট্রো কর্তারা, আশায় যাত্রীরা

 

আরও পড়ুন: গঙ্গার তলা দিয়ে ছুটল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো, আজ পূর্ণাঙ্গ ট্রায়াল সম্পন্ন

 

আরও পড়ুন: হাওড়া ময়দানে ভিআইপি শোরুমে ভয়াবহ আগুন

পুবের কলম প্রতিবেদক:  বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে  চলতি বছরের শেষ বা ২০২৪ এর গোড়াতেই  ইস্ট ওয়েস্ট প্রকল্পের হাওড়াময়দান – এসপ্ল্যানেড মেট্রো চালু হতে পারে। এমন সম্ভাবনার কথাই শোনা গিয়েছে। একটি সর্ব্বভারতীয় ইংরেজি সংবাদপত্রের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মধ্যে মাটির তলায় টানেলে বেশ কিছু সমস্যা দেখা যায়। এরফলেই খানিকটা থমকে যায় প্রকল্পের কাজ। মাটির তলায় যে স্টেশনগুলি হবে তারকাজও প্রায় সম্পূর্ণ। ইস্ট-ওয়েস্ট করিডরে মোট আটটি স্টেশন আপাতত রয়েছে। শিয়ালদা  থেকে সেক্টর ফাইভ চলছে মেট্রো।

 

জানা যাচ্ছে হাওড়া ময়দান ,হাওড়া স্টেশন এবং মহাকরণ এই তিনটি স্টেশনের কাজ ইত্যিমধ্যেই শেষ। মনে করা হচ্ছে চলতি বছরের অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা এসপ্ল্যানেড স্টেশনের কাজ। অন্যদিকে গঙ্গার নীচে প্রায় ৫৫০ মিটার টানেলের কাজও হয়ে গিয়েছে।

চলতি বছরের বাজেটে এই  পর্যায়ের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য  করা হয়েছে। তবে বৌ বাজারের মদন দত্ত লেনের কাছে বারবার ধস নামার ঘটনা অবশ্যই মেট্রোর আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের চিন্তায় রাখবে। ওয়েলিংটন স্কোয়ারের কাছেও একটি ভেন্টিলেশন শ্য়াফ্ট দিয়ে পূর্ব দিকের টানেলের সঙ্গে যুক্ত করা  হবে।

হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত কবে ছুটবে মেট্রো আপাতত সেই দিকেই তাকিয়ে এই রুটের লক্ষলক্ষ নিত্যযাত্রী ( ১৮১)