২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে নতুন পাঁচটি পিসিআর ভ্যানের ফ্ল্যাগ অফ করলেন হাওড়ার পুলিশ কমিশনার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার
  • / 20

 

আইভি আদক, হাওড়াঃ দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে পাঁচটি নতুন পিসিআর ( পুলিশ কন্ট্রোল রুম ) ভ্যানের ফ্ল্যাগ অফ করলেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। এই ভ্যানগুলি কমিশনারেট এলাকায় অপরাধ বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দ্রুত এলাকায় পৌঁছে যাবে এবং সহায়তা করবে। সোমবার দুপুর সোয়া ১২টা নাগাদ শিবপুর পুলিশ লাইনসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এর সূচনা হয়। উপস্থিত ছিলেন ডিসিপি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য, ডিসিপি ট্রাফিক অর্ণব বিশ্বাস, ডিসিপি সেন্ট্রাল কে কান্নন, ডিসিপি নর্থ অনুপম সিং সহ সিটি পুলিশের আধিকারিকরা। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “অপরাধ মোকাবিলায় আজকে আমরা মোট ৫টি পিসিআর ভ্যানের ফ্ল্যাগ অফ করলাম। এই পিসিআর ভ্যানগুলো পাঁচটি স্ট্র‍্যাটেজিক পয়েন্টে থাকবে। একটি থাকবে নবান্ন চত্বরে। একটি থাকবে বেলুড় মঠ এলাকায়। দুটি থাকবে জাতীয় সড়ক এলাকায় ( ধূলাগোড় ও মাইতিপাড়ায় ) এবং আরেকটি হাওড়া সিটিকে কন্ট্রোল করার জন্য হাওড়া ময়দান বা তার আশেপাশে থাকবে। আমরা আশা করছি এতে আমাদের পুলিশিং আরও স্ট্রং হবে এবং ক্রাইম প্রিভেনশনে আমরা অনেক হেল্প পাব। আমাদের লক্ষ্য ডে টু ডে ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছতে পারে।”

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র-কাণ্ডে গ্রেফতার  ২,  সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার পুলিশ কমিশনার

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন

আরও পড়ুন: বিষ মদ-কান্ডে থানার ওসিকে অপসারণের দাবিতে হাওড়ার পুলিশ কমিশনারকে ডেপুটেশন দিল বিজেপি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতা দিবসে নতুন পাঁচটি পিসিআর ভ্যানের ফ্ল্যাগ অফ করলেন হাওড়ার পুলিশ কমিশনার

আপডেট : ১৫ অগাস্ট ২০২২, সোমবার

 

আইভি আদক, হাওড়াঃ দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে পাঁচটি নতুন পিসিআর ( পুলিশ কন্ট্রোল রুম ) ভ্যানের ফ্ল্যাগ অফ করলেন হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। এই ভ্যানগুলি কমিশনারেট এলাকায় অপরাধ বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে দ্রুত এলাকায় পৌঁছে যাবে এবং সহায়তা করবে। সোমবার দুপুর সোয়া ১২টা নাগাদ শিবপুর পুলিশ লাইনসে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এর সূচনা হয়। উপস্থিত ছিলেন ডিসিপি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য, ডিসিপি ট্রাফিক অর্ণব বিশ্বাস, ডিসিপি সেন্ট্রাল কে কান্নন, ডিসিপি নর্থ অনুপম সিং সহ সিটি পুলিশের আধিকারিকরা। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, “অপরাধ মোকাবিলায় আজকে আমরা মোট ৫টি পিসিআর ভ্যানের ফ্ল্যাগ অফ করলাম। এই পিসিআর ভ্যানগুলো পাঁচটি স্ট্র‍্যাটেজিক পয়েন্টে থাকবে। একটি থাকবে নবান্ন চত্বরে। একটি থাকবে বেলুড় মঠ এলাকায়। দুটি থাকবে জাতীয় সড়ক এলাকায় ( ধূলাগোড় ও মাইতিপাড়ায় ) এবং আরেকটি হাওড়া সিটিকে কন্ট্রোল করার জন্য হাওড়া ময়দান বা তার আশেপাশে থাকবে। আমরা আশা করছি এতে আমাদের পুলিশিং আরও স্ট্রং হবে এবং ক্রাইম প্রিভেনশনে আমরা অনেক হেল্প পাব। আমাদের লক্ষ্য ডে টু ডে ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছতে পারে।”

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র-কাণ্ডে গ্রেফতার  ২,  সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার পুলিশ কমিশনার

 

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ ট্যুইট ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন

আরও পড়ুন: বিষ মদ-কান্ডে থানার ওসিকে অপসারণের দাবিতে হাওড়ার পুলিশ কমিশনারকে ডেপুটেশন দিল বিজেপি