২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাপের কামড় খাইয়ে স্ত্রী-কন্যাকে মারলেন স্বামী

শফিকুল ইসলাম
  • আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, শনিবার
  • / 16

পুবের কলম ওয়েব ডেস্ক:

বিষাক্ত সাপের কামড় খাইয়ে স্ত্রী ও দুই বছরের কন্যাকে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্য নগর থানার আধেইগাঁও গ্রামে।

ওই স্বামী একটি প্লাস্টিকের পাত্রে একটি কোবরা নিয়ে আসেন এবং সাপটিকে তার স্ত্রী ও মেয়ে যে ঘরে ঘুমিয়েছিলেন সেখানে ছেড়ে দেন। পরদিন সকালে দুজনকেই সাপের কামড়ে মৃত অবস্থায় পাওয়া যায়।

গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, পুলিশ প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছিল, কিন্তু তার শ্বশুর খুনের অভিযোগে এফআইআর দায়ের করার পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

এক পুলিশ সদস্য জানিয়েছেন, অভিযুক্ত গণেশ ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করার কথা বলে এক সাপুড়ের কাছ থেকে সাপটি কিনেছিল।

২০২০ সালে গণেশ পাত্রের সঙ্গে বিয়ে হয় বাসন্তী পাত্রের (২৩)। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে বৈবাহিক বিরোধ চলছিল। দেবস্মিতা নামে তাদের দুই বছরের একটি কন্যাও রয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাপের কামড় খাইয়ে স্ত্রী-কন্যাকে মারলেন স্বামী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

বিষাক্ত সাপের কামড় খাইয়ে স্ত্রী ও দুই বছরের কন্যাকে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্য নগর থানার আধেইগাঁও গ্রামে।

ওই স্বামী একটি প্লাস্টিকের পাত্রে একটি কোবরা নিয়ে আসেন এবং সাপটিকে তার স্ত্রী ও মেয়ে যে ঘরে ঘুমিয়েছিলেন সেখানে ছেড়ে দেন। পরদিন সকালে দুজনকেই সাপের কামড়ে মৃত অবস্থায় পাওয়া যায়।

গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, পুলিশ প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছিল, কিন্তু তার শ্বশুর খুনের অভিযোগে এফআইআর দায়ের করার পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

এক পুলিশ সদস্য জানিয়েছেন, অভিযুক্ত গণেশ ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করার কথা বলে এক সাপুড়ের কাছ থেকে সাপটি কিনেছিল।

২০২০ সালে গণেশ পাত্রের সঙ্গে বিয়ে হয় বাসন্তী পাত্রের (২৩)। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে বৈবাহিক বিরোধ চলছিল। দেবস্মিতা নামে তাদের দুই বছরের একটি কন্যাও রয়েছে।