২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা আমেরিকার

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার
  • / 72

পুবের কলম প্রতিবেদকঃ ইউক্রেন যুদ্ধের মাঝেই হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে সামরিক শক্তির বহি:প্রকাশ আমেরিকার। আমেরিকার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত ছুটতে পারে। গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী অস্ত্রটির পরীক্ষা চালানো হয়। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, বি-৫২ বোমারু বিমান থেকে আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য রাপিড রেসপন্স উইপন (এআরআরডব্লিউ) ছোঁড়া হয়। আরও বলা হয়, ‘বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এআরআরডব্লিউ-এর জ্বালানি সক্রিয় হয় এবং এটি প্রত্যাশিত সময় ধরে জ্বলতে থাকে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি অর্জন করে।’ আমেরিকা ছাড়া আরও কয়েকটি দেশ হাইপারসনিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। গতির কারণে এই অস্ত্র শনাক্ত এবং ঠেকানো কঠিন। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে ইতিমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। চিনও এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে গত বছরের অক্টোবরে চিনের বিদেশমন্ত্রক হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা অস্বীকার করে।

আরও পড়ুন: ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার! চিনের নতুন হাইপারসনিক বিমানের পরীক্ষামূলক উড়ান সফল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা আমেরিকার

আপডেট : ১৭ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদকঃ ইউক্রেন যুদ্ধের মাঝেই হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে সামরিক শক্তির বহি:প্রকাশ আমেরিকার। আমেরিকার বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত ছুটতে পারে। গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী অস্ত্রটির পরীক্ষা চালানো হয়। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, বি-৫২ বোমারু বিমান থেকে আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য রাপিড রেসপন্স উইপন (এআরআরডব্লিউ) ছোঁড়া হয়। আরও বলা হয়, ‘বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এআরআরডব্লিউ-এর জ্বালানি সক্রিয় হয় এবং এটি প্রত্যাশিত সময় ধরে জ্বলতে থাকে। শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি অর্জন করে।’ আমেরিকা ছাড়া আরও কয়েকটি দেশ হাইপারসনিক অস্ত্র উন্নয়নের চেষ্টা করছে। গতির কারণে এই অস্ত্র শনাক্ত এবং ঠেকানো কঠিন। মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনে ইতিমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। চিনও এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে গত বছরের অক্টোবরে চিনের বিদেশমন্ত্রক হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা অস্বীকার করে।

আরও পড়ুন: ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার! চিনের নতুন হাইপারসনিক বিমানের পরীক্ষামূলক উড়ান সফল