‘আমি নির্দোষ’: হাদি মাতার

- আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার
- / 16
পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতার পুলিশকে বলেছে, এ ঘটনায় সে মোটেও অনুতপ্ত নয়। অর্থাৎ এই হামলায় নিজেকে নির্দোষ দাবি করেছে সে।
হাদি মাতারকে শনিবার আদালতে তোলা হলে তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। আদালত তাকে জামিন না দিয়ে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে। পুলিশ বলছে, হামলাকারী মঞ্চে উঠে সালমান রুশদি ও তার সাক্ষাৎকার গ্রহণকারীর ওপর হামলা চালায়। সালমান রুশদির ঘাড়ে, মুখে ও তলপেটে ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করা হয়। পরে হামলাকারীকে ধরে হেফাজতে নেয় পুলিশ।
উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কারজয়ী ৭৫ বছর বয়সি লেখক রুশদি ১৯৮১ সালে তার লেখা বই ‘মিডনাইটস চিলড্রেন’ দিয়ে খ্যাতি অর্জন করেন। কিন্তু ১৯৮৮ সালে সালমান রুশদির চতুর্থ বই ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জন্য তাকে ৯ বছর লুকিয়ে থাকতে হয়েছিল।
কারণ, এই উপন্যাসে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে বিশ্বাস মুসলিমদের। বইটি প্রকাশের এক বছর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই সালমান রুশদির মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। সেই সঙ্গে তার মাথার দাম হিসেবে ৩ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেন।