পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি গোমাতাকে ‘রাজ্য মাতা’ হিসেবে ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্তের মাধ্যমে মহারাষ্ট্র দেশের প্রথম রাজ্য হিসেবে এই পদক্ষেপ নেয় বলে তিনি উল্লেখ করেন।
এক নির্বাচনী সভায় শিন্ডে বলেন, “আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম, তখন গোমাতাকে রাজ্য মাতা হিসেবে ঘোষণা করি। এই উদ্যোগের মাধ্যমে মহারাষ্ট্র দেশের প্রথম রাজ্য হিসেবে নজির গড়েছে। রাজ্যের সংস্কৃতি ও উন্নয়নকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পেরেছি—এ নিয়ে আমি অত্যন্ত গর্বিত।”






























