০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলে ডাক পাব ভাবিনি: প্রিয়ঙ্ক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 54

পুবের কলম ওয়েবডেস্ক: চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন প্রিয়ঙ্ক পাঞ্চাল। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে অকপট প্রিয়ঙ্ক জানাচ্ছেন– নিজেকে জাতীয় দলে দেখে   তিনি অবাক হয়েছেন। প্রসঙ্গত– ভারতীয় ‘এ’ দলের হয়ে সদ্য দক্ষিণ আফ্রিকা সফর সেরে এসেছেন প্রিয়ঙ্ক।  সেখানে বেসরকারি টেস্টে ৯৪ রানের ইনিংসও  খেলেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি  বলেন– ‘দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরে এখনও ব্যাগ থেকে সব জিনিস বের করতে পারিনি। তার আগেই মুম্বইয়ে দলের সঙ্গে বায়ো বলয়ে ঢুকে পড়তে হচ্ছে। গত কয়েক বছর ধরে গুজরাট এবং ভারতীয় ‘এ’ দলের হয়ে ভালোই খেলছি। তবে এবার ভারতীয় দলে ডাক পাওয়ার  আশা করিনি। এই ঘটনা আমাকে অবাক করে হয়েছে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজারেরও বেশি রান করার পরেও জাতীয় দলে জায়গা না পাওয়ার পরে তিনি হতাশ হয়ে পড়েছিলেন তাও  জানাতে দ্বিধা করেননি প্রিয়ঙ্ক। তিনি বলেন– ‘রান করেও   দলে জায়গায় না পেয়ে খুব  খারাপ লাগত। ভাবছিলাম– ব্যাটসম্যান হিসেবে আমার কি কি খামতি রয়েছে?  হতাশা কাটিয়ে নিজের  ব্যাটিংকে আরও উন্নত  করার চেষ্টা করতাম। আজ সব পরিশ্রমের ফল পেলাম।’

আরও পড়ুন: ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে, অভিযোগ নাসের, আথারটনের

একসময় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলেছেন পাঞ্চাল। এবার  সিনিয়র দলেও দ্রাবিড়ের কোচিংয়ে  খেলবেন  তিনি। ‘রাহুল স্যার আনেক আগেই আমাকে বলে দিয়েছেন– ‘নিজের সাধারণ খেলাটা  খেলো।   তোমার ক্ষমতা রয়েছে বলেই তোমাকে দায়িত্ব  দেওয়া হয়েছে।’ আমি সবসময় এই কথাগুলি মনে রেখে  চলি।’

আরও পড়ুন: দলের প্রতি বিশ্বাস হারিয়েছেন হার্দিক

 

আরও পড়ুন: ক্যারিবিয়ানদের দুরমুশ করে হোয়াইটওয়াশ করল রোহিতের ভারত

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় দলে ডাক পাব ভাবিনি: প্রিয়ঙ্ক

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রোহিত শর্মা। তাঁর জায়গায় টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন প্রিয়ঙ্ক পাঞ্চাল। আর জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে অকপট প্রিয়ঙ্ক জানাচ্ছেন– নিজেকে জাতীয় দলে দেখে   তিনি অবাক হয়েছেন। প্রসঙ্গত– ভারতীয় ‘এ’ দলের হয়ে সদ্য দক্ষিণ আফ্রিকা সফর সেরে এসেছেন প্রিয়ঙ্ক।  সেখানে বেসরকারি টেস্টে ৯৪ রানের ইনিংসও  খেলেছেন। এক প্রতিক্রিয়ায় তিনি  বলেন– ‘দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরে এখনও ব্যাগ থেকে সব জিনিস বের করতে পারিনি। তার আগেই মুম্বইয়ে দলের সঙ্গে বায়ো বলয়ে ঢুকে পড়তে হচ্ছে। গত কয়েক বছর ধরে গুজরাট এবং ভারতীয় ‘এ’ দলের হয়ে ভালোই খেলছি। তবে এবার ভারতীয় দলে ডাক পাওয়ার  আশা করিনি। এই ঘটনা আমাকে অবাক করে হয়েছে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজারেরও বেশি রান করার পরেও জাতীয় দলে জায়গা না পাওয়ার পরে তিনি হতাশ হয়ে পড়েছিলেন তাও  জানাতে দ্বিধা করেননি প্রিয়ঙ্ক। তিনি বলেন– ‘রান করেও   দলে জায়গায় না পেয়ে খুব  খারাপ লাগত। ভাবছিলাম– ব্যাটসম্যান হিসেবে আমার কি কি খামতি রয়েছে?  হতাশা কাটিয়ে নিজের  ব্যাটিংকে আরও উন্নত  করার চেষ্টা করতাম। আজ সব পরিশ্রমের ফল পেলাম।’

আরও পড়ুন: ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে, অভিযোগ নাসের, আথারটনের

একসময় রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলেছেন পাঞ্চাল। এবার  সিনিয়র দলেও দ্রাবিড়ের কোচিংয়ে  খেলবেন  তিনি। ‘রাহুল স্যার আনেক আগেই আমাকে বলে দিয়েছেন– ‘নিজের সাধারণ খেলাটা  খেলো।   তোমার ক্ষমতা রয়েছে বলেই তোমাকে দায়িত্ব  দেওয়া হয়েছে।’ আমি সবসময় এই কথাগুলি মনে রেখে  চলি।’

আরও পড়ুন: দলের প্রতি বিশ্বাস হারিয়েছেন হার্দিক

 

আরও পড়ুন: ক্যারিবিয়ানদের দুরমুশ করে হোয়াইটওয়াশ করল রোহিতের ভারত