পুবের কলম প্রতিবেদক: ‘আই লাভ মুহাম্মদ’ (‘I Love Muhammad’ row) সাইনবোর্ড লাগানোয় মুসলিম যুবকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার আলিয়ার তালতলা ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোর্ড হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে মিছিল সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন (এমএসইউ) আয়োজিত মিছিলে বহু ছাত্রছাত্রী অংশ নেন।

এদিনের মিছিলে এমএসইউ-এর মুখপাত্র আব্বাসউদ্দিন সরদার, সদস্যদের মধ্যে ছিলেন আবু জাফর মোল্লা, সাইদুল ইসলাম, এবাদুল্লাহ মল্লিক, হাবিবুর রহমান, মেহেরাব মোল্লা, জাহানারা খাতুন, সানিয়া পারভিন সহ বহু ছাত্রছাত্রী।
এমএসইউ-এর মুখপাত্র আব্বাসউদ্দিন সরদার, অন্যতম সদস্য আবু জাফর মোল্লারা বলেন, হজরত মুহাম্মদ সা.-এর প্রতি ভালবাসা প্রদর্শন রোধ করার চেষ্টা হয়েছে। উত্তর প্রদেশের কানপুরের সৈয়দনগরের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানাচ্ছি।

ছাত্রীদের মধ্যে জাহানারা বলেন, দ্রুত এফআইআর তোলা না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচী নেওয়া হবে। বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, এই ঘটনায় আইনি ক্ষমতার অপব্যবহার এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ করা ছাড়া কিছুই নয়। তাঁদের প্রশ্ন, ‘আই লাভ মুহাম্মদ’ লেখা কী অপরাধ। এটি ইসলামের শেষ নবীর প্রতি ভালোবাসার প্রকাশ ছাড়া আর কিছুই নয়।
‘নবী মুহাম্মদ সা. এর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য মুসলিম যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা কেবল ভিত্তিহীন নয়, বরং এটি পুলিশ ও প্রশাসনের উপর মানুষের আস্থাকেও দুর্বল করছে বলে মনে করছেন বিশিষ্ট মহলও। উল্লেখ্য, সম্প্রতি ঈদে মিলাদুন্নবী সা. উদ্যাপনের সময় সৈয়দনগরে ‘আই লাভ মুহাম্মদ’ (‘I Love Muhammad’ row) সাইনবোর্ড লাগানোর জন্য ২৫ জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এরপর উত্তরপ্রদেশের সৈয়দনগর শহরের এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।




































