০৮ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
 ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড লাগানোয় উত্তরপ্রদেশে মুসলিম ২৫ যুবককে গ্রেফতার

‘I Love Muhammad’ row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল

পুবের কলম প্রতিবেদক:  ‘আই লাভ মুহাম্মদ’ (‘I Love Muhammad’ row) সাইনবোর্ড লাগানোয় মুসলিম যুবকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার আলিয়ার তালতলা ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোর্ড হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে মিছিল সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন (এমএসইউ) আয়োজিত মিছিলে বহু ছাত্রছাত্রী অংশ নেন।

'I Love Muhammad' row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল
ছবি: সন্দীপ সাহা/ পুবের কলম

এদিনের মিছিলে এমএসইউ-এর মুখপাত্র আব্বাসউদ্দিন সরদার, সদস্যদের মধ্যে ছিলেন আবু জাফর মোল্লা, সাইদুল ইসলাম, এবাদুল্লাহ মল্লিক, হাবিবুর রহমান, মেহেরাব মোল্লা, জাহানারা খাতুন, সানিয়া পারভিন সহ বহু ছাত্রছাত্রী।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

এমএসইউ-এর মুখপাত্র আব্বাসউদ্দিন সরদার, অন্যতম সদস্য আবু জাফর মোল্লারা বলেন, হজরত মুহাম্মদ সা.-এর প্রতি ভালবাসা প্রদর্শন রোধ করার চেষ্টা হয়েছে। উত্তর প্রদেশের কানপুরের সৈয়দনগরের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন: কেরলে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করায় ছাত্রী সংগঠন জিআইও নেত্রীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

'I Love Muhammad' row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল
ছবি: সন্দীপ সাহা/ পুবের কলম

ছাত্রীদের মধ্যে জাহানারা বলেন, দ্রুত এফআইআর তোলা না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচী নেওয়া হবে। বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, এই ঘটনায় আইনি ক্ষমতার অপব্যবহার এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ করা ছাড়া কিছুই নয়। তাঁদের প্রশ্ন, ‘আই লাভ মুহাম্মদ’ লেখা কী অপরাধ। এটি ইসলামের শেষ নবীর প্রতি ভালোবাসার প্রকাশ ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন: অসম ও কেন্দ্র সরকারের সমালোচনায় সাংবাদিকের বিরূদ্ধে এফআইআর 

‘নবী মুহাম্মদ সা. এর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য মুসলিম যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা কেবল ভিত্তিহীন নয়, বরং এটি পুলিশ ও প্রশাসনের উপর মানুষের আস্থাকেও দুর্বল করছে বলে মনে করছেন বিশিষ্ট মহলও। উল্লেখ্য, সম্প্রতি ঈদে মিলাদুন্নবী সা. উদ্যাপনের সময় সৈয়দনগরে ‘আই লাভ মুহাম্মদ’ (‘I Love Muhammad’ row) সাইনবোর্ড লাগানোর জন্য ২৫ জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এরপর উত্তরপ্রদেশের সৈয়দনগর শহরের এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলায় কোথায় রোহিঙ্গা, ঘুষপাটিয়া: বিজেপিকে নিশানা অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

 ‘আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড লাগানোয় উত্তরপ্রদেশে মুসলিম ২৫ যুবককে গ্রেফতার

‘I Love Muhammad’ row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম প্রতিবেদক:  ‘আই লাভ মুহাম্মদ’ (‘I Love Muhammad’ row) সাইনবোর্ড লাগানোয় মুসলিম যুবকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার আলিয়ার তালতলা ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়। এসএন ব্যানার্জি রোর্ড হয়ে ওয়াই চ্যানেলে গিয়ে মিছিল সম্পন্ন হয়। পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন (এমএসইউ) আয়োজিত মিছিলে বহু ছাত্রছাত্রী অংশ নেন।

'I Love Muhammad' row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল
ছবি: সন্দীপ সাহা/ পুবের কলম

এদিনের মিছিলে এমএসইউ-এর মুখপাত্র আব্বাসউদ্দিন সরদার, সদস্যদের মধ্যে ছিলেন আবু জাফর মোল্লা, সাইদুল ইসলাম, এবাদুল্লাহ মল্লিক, হাবিবুর রহমান, মেহেরাব মোল্লা, জাহানারা খাতুন, সানিয়া পারভিন সহ বহু ছাত্রছাত্রী।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

এমএসইউ-এর মুখপাত্র আব্বাসউদ্দিন সরদার, অন্যতম সদস্য আবু জাফর মোল্লারা বলেন, হজরত মুহাম্মদ সা.-এর প্রতি ভালবাসা প্রদর্শন রোধ করার চেষ্টা হয়েছে। উত্তর প্রদেশের কানপুরের সৈয়দনগরের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানাচ্ছি।

আরও পড়ুন: কেরলে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করায় ছাত্রী সংগঠন জিআইও নেত্রীদের বিরুদ্ধে এফআইআর পুলিশের

'I Love Muhammad' row: আলিয়ার পড়ুয়াদের বিক্ষোভ মিছিল
ছবি: সন্দীপ সাহা/ পুবের কলম

ছাত্রীদের মধ্যে জাহানারা বলেন, দ্রুত এফআইআর তোলা না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচী নেওয়া হবে। বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, এই ঘটনায় আইনি ক্ষমতার অপব্যবহার এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ করা ছাড়া কিছুই নয়। তাঁদের প্রশ্ন, ‘আই লাভ মুহাম্মদ’ লেখা কী অপরাধ। এটি ইসলামের শেষ নবীর প্রতি ভালোবাসার প্রকাশ ছাড়া আর কিছুই নয়।

আরও পড়ুন: অসম ও কেন্দ্র সরকারের সমালোচনায় সাংবাদিকের বিরূদ্ধে এফআইআর 

‘নবী মুহাম্মদ সা. এর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য মুসলিম যুবকদের বিরুদ্ধে মামলা দায়ের করা কেবল ভিত্তিহীন নয়, বরং এটি পুলিশ ও প্রশাসনের উপর মানুষের আস্থাকেও দুর্বল করছে বলে মনে করছেন বিশিষ্ট মহলও। উল্লেখ্য, সম্প্রতি ঈদে মিলাদুন্নবী সা. উদ্যাপনের সময় সৈয়দনগরে ‘আই লাভ মুহাম্মদ’ (‘I Love Muhammad’ row) সাইনবোর্ড লাগানোর জন্য ২৫ জন মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। এরপর উত্তরপ্রদেশের সৈয়দনগর শহরের এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।