০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমি সেনাতে যোগ দিতে চেয়েছিলাম, কিন্ত পারিনি: রাজনাথ সিং

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 223

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ইম্ফলে অসম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনীর ৫৭ তম মাউন্টেন ডিভিশনে কর্মীদের সামনে বক্তৃতা দিতে শৈশবের চিন্তায় নস্টালজিক হয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ভাষণ দিতে গিয়ে নিজের জীবনের এক অজানা অধ্যায় সকলের সামনে তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী এদিন বলেন, ছোট থেকে তার সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল। তার জন্য লিখিত পরীক্ষাও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার আর সেনায় যোগ দেওয়া হয়নি। রাজনাথ সিং বলেন, আমি আজ আমার ছোটবেলার এক স্বপ্ন আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।

 

আরও পড়ুন: পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ

সেনায় যোগ দেওয়ার জন্য আমি একবার শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশও নিয়েছিলাম। লিখিত পরীক্ষা দিই। কিন্তু ঠিক সেই সময় বাবার মৃত্যু পরিবারের অন্যান্য কিছু সমস্যার কারণে শেষ পর্যন্ত ইচ্ছে পূরণ করতে পারেনি।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই সেনার উর্দির একটি আলাদা ক্যারিশমা আছে। কোনও শিশুকে সেনাবাহিনীর উর্দি দিলে আর পুরো ব্যক্তিত্বটাই বদলে যাবে।

আরও পড়ুন: আগামী পাঁচ বছর যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: রাজনাথ সিং

সেনাবাহিনীর বীরত্বের কথা তুলে ধরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখন ভারত-চিন অচলাবস্থা চলছিল, আপনারা হয়তো সমস্ত বিবরণ জানেন না, তবে আমি জানি এবং সেই সময়ের সেনাপ্রধান জানেন।
আমাদের জওয়ানরা যে বীরত্ব ও সাহস দেখিয়েছেন, দেশ তার জন্য সর্বদা ঋণী থাকবে। আমি যেখানেই যাই, সেনাদের সঙ্গে দেখা করি। মণিপুর সফরের পরিকল্পনা যখন করা হয়েছিল, তখনই আমি পান্ডেজিকে (সেনাপ্রধান মনোজ মুকুন্দ পান্ডে) বলেছিলাম, আমি অসম রাইফেলস এবং ৫৭তম মাউন্টেন ডিভিশনের সৈন্যদের সঙ্গে দেখা করতে চাই।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা নিজেদের মতো করে দেশের জন্য অবদান রাখেন। তবে, আমি মনে করি আপনাদের পেশা যে কোনও পেশার এবং পরিষেবার অনেক বেশি কিছু।

অসম রাইফেলস অনেক মানুষকে মূলধারায় আনতে একটি প্রধান ভূমিকা নিয়েছে। মন্ত্রী বলেন, এই বাহিনীকে যথার্থই উত্তর-পূর্বের সেন্টিনেল বলা হয়।

দুদিনের সফরে মণিপুরে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি অসম রাইফেলসের (দক্ষিণ) ইন্সপেক্টর জেনারেলের সদর দফতর পরিদর্শনে আসেন। তাঁর সফরসঙ্গী সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ পান্ডে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমি সেনাতে যোগ দিতে চেয়েছিলাম, কিন্ত পারিনি: রাজনাথ সিং

আপডেট : ১৯ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ইম্ফলে অসম রাইফেলস ও ভারতীয় সেনাবাহিনীর ৫৭ তম মাউন্টেন ডিভিশনে কর্মীদের সামনে বক্তৃতা দিতে শৈশবের চিন্তায় নস্টালজিক হয়ে পড়েন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
ভাষণ দিতে গিয়ে নিজের জীবনের এক অজানা অধ্যায় সকলের সামনে তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রী এদিন বলেন, ছোট থেকে তার সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল। তার জন্য লিখিত পরীক্ষাও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তার আর সেনায় যোগ দেওয়া হয়নি। রাজনাথ সিং বলেন, আমি আজ আমার ছোটবেলার এক স্বপ্ন আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।

 

আরও পড়ুন: পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ

সেনায় যোগ দেওয়ার জন্য আমি একবার শর্ট সার্ভিস কমিশনের পরীক্ষায় অংশও নিয়েছিলাম। লিখিত পরীক্ষা দিই। কিন্তু ঠিক সেই সময় বাবার মৃত্যু পরিবারের অন্যান্য কিছু সমস্যার কারণে শেষ পর্যন্ত ইচ্ছে পূরণ করতে পারেনি।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই সেনার উর্দির একটি আলাদা ক্যারিশমা আছে। কোনও শিশুকে সেনাবাহিনীর উর্দি দিলে আর পুরো ব্যক্তিত্বটাই বদলে যাবে।

আরও পড়ুন: আগামী পাঁচ বছর যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: রাজনাথ সিং

সেনাবাহিনীর বীরত্বের কথা তুলে ধরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, যখন ভারত-চিন অচলাবস্থা চলছিল, আপনারা হয়তো সমস্ত বিবরণ জানেন না, তবে আমি জানি এবং সেই সময়ের সেনাপ্রধান জানেন।
আমাদের জওয়ানরা যে বীরত্ব ও সাহস দেখিয়েছেন, দেশ তার জন্য সর্বদা ঋণী থাকবে। আমি যেখানেই যাই, সেনাদের সঙ্গে দেখা করি। মণিপুর সফরের পরিকল্পনা যখন করা হয়েছিল, তখনই আমি পান্ডেজিকে (সেনাপ্রধান মনোজ মুকুন্দ পান্ডে) বলেছিলাম, আমি অসম রাইফেলস এবং ৫৭তম মাউন্টেন ডিভিশনের সৈন্যদের সঙ্গে দেখা করতে চাই।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা নিজেদের মতো করে দেশের জন্য অবদান রাখেন। তবে, আমি মনে করি আপনাদের পেশা যে কোনও পেশার এবং পরিষেবার অনেক বেশি কিছু।

অসম রাইফেলস অনেক মানুষকে মূলধারায় আনতে একটি প্রধান ভূমিকা নিয়েছে। মন্ত্রী বলেন, এই বাহিনীকে যথার্থই উত্তর-পূর্বের সেন্টিনেল বলা হয়।

দুদিনের সফরে মণিপুরে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি অসম রাইফেলসের (দক্ষিণ) ইন্সপেক্টর জেনারেলের সদর দফতর পরিদর্শনে আসেন। তাঁর সফরসঙ্গী সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ পান্ডে।