বিজেপির কাছে মাথা নত করব না: হুঁশিয়ারি ফিরহাদের

- আপডেট : ৬ মে ২০২৪, সোমবার
- / 17
কিবরিয়া আনসারী: মুর্শিদাবাদের নির্বাচনী জনসভা থেকে একযোগে বাম-কংগ্রেস ও বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘বিজেপি বুঝতে পেরেছে তাদের পায়ের তলায় মাটি নেই। তাই বিজেপি এখন ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে। প্রধানমন্ত্রী নিজে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন। হেরে যাওয়ার ভয়ে তারা হিন্দু-মুসলিম লাগাচ্ছে।’ এদিন পুরমন্ত্রী সাফ জানিয়েছেন, ‘মোদি বাবুর জ্বালা শুরু হয়ে গেছে, চারশো আসনের স্বপ্ন পগার পার।’
বাম-কংগ্রেসকে ভোট কাটুয়া বলে আক্রমণ করেছেন কলকাতার মেয়র। তোপ দেগে ফিরহাদ বলেন, ‘অধিরবাবুর ক্ষমতা নেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার। আজ পর্যন্ত তোমাদের কোনও নেতাকে জেলে ঢোকানো হল না অথচ নির্দোষ হয়েও আমাকে জেলে ঢোকানো হল, বাড়িতে রেড হল। তোমাদের জেলে ঢোকানো হয় না, কারণ অধীরের মাধ্যমে ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং।’
রবিবার শেষদিনের প্রচারে মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে ডোমকলের জনকল্যাণ মাঠে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রার্থী আবু তাহের খান, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিনের সভা থেকে প্রদেশ কমগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে তোপ দাগেন ফিরহাদ। তাঁর বক্তব্য, ২০০৮ সালে লিস্ট তৈরি করে প্রেস কনফারেন্স করে অধীরবাবু বলেছিলেন, কংগ্রেস করার জন্য শুধু মুর্শিদাবাদেই ৭১৮ জন কংগ্রেস কর্মী খুন হয়েছেন। তারপরেও সেলিম-অধীর যুগলবন্দি একসাথে ঘুরছে। এই কারণেই বাংলায় কোনও জোট করিনি। জাতীয়স্তরে নিশ্চিতভাবে কংগ্রেসের সঙ্গে আছি। যোগী আদিত্যনাথের প্রিয় বন্ধু অধীর চৌধুরী বলেও কটাক্ষ করেছেন পুরমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘৃণা ভাষণ নিয়েও এদিন সরব হন কলকাতার মেয়র। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘প্রধানমন্ত্রী বলছে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে একটা সম্প্রদায়ের সম্পত্তি কেড়ে নিয়ে আরেকটা সম্প্রদায়কে দিয়ে দেবে। ভারতের সংবিধানে কখনও কারুর সম্পত্তি কাড়তে পারে না। মা বোনে দের মঙ্গলসূত্র আমরা জীবন দিয়ে রক্ষা করবো। মা, বোনদের সিঁদুরে মোদির মত খুনির নজর পড়তে দেব না। তাঁর আরও সংযোজন, ‘আমাদের ঘুষপেটিয়া বলে অপমান করবে বিজেপি। এই দেশটা কারো একার নয়। এই দেশ আমাদেরও।’ নির্বাচন কমিশনকে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফিরহাদ বলেন, ‘প্রধানমন্ত্রী ঘৃণার কথা বলে আর নোটিস পাঠায় তার পার্টির প্রেসিডেন্টকে। সরাসরি প্রধানমন্ত্রীকে নোটিস পাঠাতে পারে না।’