২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আল্লাহ’ কে ধন্যবাদ জানিয়ে মেহরীনের সঙ্গে নিকাহ সারলেন আইএএস টপার আতহার আমির খান

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার
  • / 112

পুবের কলম, ওয়েবডেস্ক : মেহরীন কাজীর সঙ্গে রাজকীয় বিয়ে সারলেন আইএএস টপার আতহার আমির খান। ভক্তদের উদ্দেশে বিয়ের অনুষ্ঠানের প্রথম ছবি শেয়ার করলেন আতহার আমির।

আতহারের এটি দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি বিয়ে করেছিলেন আইএএস টপার টিনার ডাবিকে। দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ইতিমধ্যেই টিনাও দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন। সম্প্রতি আতহার আমির খান আংটি বিনিময় সারেন চিকিৎসক, ফ্যাশন ডিজাইনার মেহরীন কাজীর সঙ্গে।  মেহরীনকে বিয়ের পরেই আতহার ‘আল্লাহ’ কে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন:  মেহরীনের সঙ্গে সম্পন্ন আংটি বিনিময়, এবার ধূমধাম করে জন্মদিন সেলিব্রেশন সারলেন আইএএস আতহার আমির খান 

'আল্লাহ' কে ধন্যবাদ জানিয়ে মেহরীনের সঙ্গে নিকাহ সারলেন আইএএস টপার আতহার আমির খান

মেহরীনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে, আতহার লিখেছেন, “আলহামদুলিল্লাহ।” স্বামীর পাশাপাশি ‘নিকাহ’ লিখে দুজনের বিয়ের ছবি শেয়ার করেছেন মেহরীন। ছবি তলায় ভালোবাসার চিহ্ন সরূপ তিনি একটি লাল হার্টের ইমোজি দিয়েছেন। বিয়ের দিন আতহার আমির খানের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানির সঙ্গে ম্যাচিং গায়ের চাদর ও পাগড়ি। অন্যদিকে মেহরীন পরেছিলেন হাল্কা রংয়ের লেহেঙ্গা চোলি, সেইসঙ্গে এমব্রয়ডারি করা দোপাট্টা। সঙ্গে ভারী হীরের নেকলেস, টিকলি, টায়রা।

'আল্লাহ' কে ধন্যবাদ জানিয়ে মেহরীনের সঙ্গে নিকাহ সারলেন আইএএস টপার আতহার আমির খান

দুজনের বিয়ের ছবি দেখার পরেই ভক্তদের মধ্যে খুশির বন্যা উপচে পড়েছে। একজন ভক্ত তার কমেন্টে লিখেছেন ‘একেই বলে সত্যিকারের দম্পতি। নিখুঁত জোড়ি’। অপর এক ভক্ত লিখেছেন, ‘আপনার অনেক খুশি প্রাপ্য। আপনি সারাজীবন খুব খুশিতে কাটান। অনেক ভালোবাসা। আল্লাহ আপনাদের অনেক আশীর্বাদ করুক’।

উল্লেখ্য, আতহার আমির খানের প্রাক্তন স্ত্রী ছিলেন আইএএস টপার টিনা ডাবি। দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। টিনা পরে বিবাহ করেন আইএএস অফিসার ডাঃ প্রদীপ গাওয়ান্দেকে।

গত ২ জুলাই সোশ্যাল মিডিয়ায় মেহরীনের সঙ্গে প্রণয়ের কথা প্রকাশ্যে আনেন আতহার আমির। মেহরীনকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আতহার গত মাসে লিখেছিলেন, “দিনটি সবসময় অন্য সবার চেয়ে বিশেষ হয়ে থাকবে। কারণ এই দিনে আপনার জন্ম না হলে কিছুই এত মন্ত্রমুগ্ধ হত না। আমার জীবনের আলোকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি আমার জীবনে বিশ্বের দেওয়া সেরা উপহার, সেরা প্রেমিকা, আমার প্রিয় বন্ধু। এই দিন, বছর, আপনার জীবনে সেরা হোক। আমার স্ত্রী হিসেবে আপনার পরবর্তী জন্মদিন পালন করার জন্য আমি অধীর অপেক্ষা থাকলাম’।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘আল্লাহ’ কে ধন্যবাদ জানিয়ে মেহরীনের সঙ্গে নিকাহ সারলেন আইএএস টপার আতহার আমির খান

আপডেট : ৯ অক্টোবর ২০২২, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক : মেহরীন কাজীর সঙ্গে রাজকীয় বিয়ে সারলেন আইএএস টপার আতহার আমির খান। ভক্তদের উদ্দেশে বিয়ের অনুষ্ঠানের প্রথম ছবি শেয়ার করলেন আতহার আমির।

আতহারের এটি দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি বিয়ে করেছিলেন আইএএস টপার টিনার ডাবিকে। দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ইতিমধ্যেই টিনাও দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন। সম্প্রতি আতহার আমির খান আংটি বিনিময় সারেন চিকিৎসক, ফ্যাশন ডিজাইনার মেহরীন কাজীর সঙ্গে।  মেহরীনকে বিয়ের পরেই আতহার ‘আল্লাহ’ কে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন:  মেহরীনের সঙ্গে সম্পন্ন আংটি বিনিময়, এবার ধূমধাম করে জন্মদিন সেলিব্রেশন সারলেন আইএএস আতহার আমির খান 

'আল্লাহ' কে ধন্যবাদ জানিয়ে মেহরীনের সঙ্গে নিকাহ সারলেন আইএএস টপার আতহার আমির খান

মেহরীনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে, আতহার লিখেছেন, “আলহামদুলিল্লাহ।” স্বামীর পাশাপাশি ‘নিকাহ’ লিখে দুজনের বিয়ের ছবি শেয়ার করেছেন মেহরীন। ছবি তলায় ভালোবাসার চিহ্ন সরূপ তিনি একটি লাল হার্টের ইমোজি দিয়েছেন। বিয়ের দিন আতহার আমির খানের পরনে ছিল অফ হোয়াইট শেরওয়ানির সঙ্গে ম্যাচিং গায়ের চাদর ও পাগড়ি। অন্যদিকে মেহরীন পরেছিলেন হাল্কা রংয়ের লেহেঙ্গা চোলি, সেইসঙ্গে এমব্রয়ডারি করা দোপাট্টা। সঙ্গে ভারী হীরের নেকলেস, টিকলি, টায়রা।

'আল্লাহ' কে ধন্যবাদ জানিয়ে মেহরীনের সঙ্গে নিকাহ সারলেন আইএএস টপার আতহার আমির খান

দুজনের বিয়ের ছবি দেখার পরেই ভক্তদের মধ্যে খুশির বন্যা উপচে পড়েছে। একজন ভক্ত তার কমেন্টে লিখেছেন ‘একেই বলে সত্যিকারের দম্পতি। নিখুঁত জোড়ি’। অপর এক ভক্ত লিখেছেন, ‘আপনার অনেক খুশি প্রাপ্য। আপনি সারাজীবন খুব খুশিতে কাটান। অনেক ভালোবাসা। আল্লাহ আপনাদের অনেক আশীর্বাদ করুক’।

উল্লেখ্য, আতহার আমির খানের প্রাক্তন স্ত্রী ছিলেন আইএএস টপার টিনা ডাবি। দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। টিনা পরে বিবাহ করেন আইএএস অফিসার ডাঃ প্রদীপ গাওয়ান্দেকে।

গত ২ জুলাই সোশ্যাল মিডিয়ায় মেহরীনের সঙ্গে প্রণয়ের কথা প্রকাশ্যে আনেন আতহার আমির। মেহরীনকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে আতহার গত মাসে লিখেছিলেন, “দিনটি সবসময় অন্য সবার চেয়ে বিশেষ হয়ে থাকবে। কারণ এই দিনে আপনার জন্ম না হলে কিছুই এত মন্ত্রমুগ্ধ হত না। আমার জীবনের আলোকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি আমার জীবনে বিশ্বের দেওয়া সেরা উপহার, সেরা প্রেমিকা, আমার প্রিয় বন্ধু। এই দিন, বছর, আপনার জীবনে সেরা হোক। আমার স্ত্রী হিসেবে আপনার পরবর্তী জন্মদিন পালন করার জন্য আমি অধীর অপেক্ষা থাকলাম’।