আবাস যোজনার ঘরে নামের তালিকা নিয়ে রাজনীতি করছে বিজেপি অভিযোগ ইদ্রিসের

- আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার
- / 52
পুবের কলম ওয়েব ডেস্কঃ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় বৃহস্পতিবার এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে বঙ্গজননীর সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন আলিয়া সিদ্দিকী, প্রধান বক্তা ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী।
সভাপতিত্ব করেন এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি আহসানুর রহমান ওরফে বাপন। সঞ্চালনা করেন তৃনমূল কংগ্রেস নেতা রবিউল ইসলাম।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, সামনে পঞ্চায়েত নির্বাচন তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের কাজ করতে হবে। আমরা এক এবং আমাদের নেত্রীও এক। আবাস যোজনার ব্যাপারে যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন।
বিধায়ক ইদ্রিস আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের প্রধান সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন, তাতে মানুষ তৃনমূল কংগ্রেস ছাড়া আর কাউকে চাইবে না। বঙ্গজননী মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে যান এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প গুলির কথা জানান।