IED Blast in Chhattisgarh: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ, মৃত ১ জওয়ান

- আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
- / 32
পুবের কলম,ওয়েবডেস্ক: ছত্তিসগড়ের জঙ্গলে আইইডি বিস্ফোরণ (IED Blast in Chhattisgarh)। জানা গেছে, রাজ্যের বিজাপুর জেলায় মাওবাদীদের (Maoist Blast) পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ঝলসে মৃত্যু হয়েছে ১ জওয়ানের। নাম দীনেশ। অন্যদিকে গুরুতর আহত আরও ৩ জন। আহতরা আপাতত স্থিতিশীল এবং বিপদমুক্ত। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।
Bijapur, Chhattisgarh: One jawan lost his life and 2 jawans got injured in an IED blast planted by Naxalites in the National Park area of Bijapur district: Police official
— ANI (@ANI) August 18, 2025
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সকালে কয়েক জন জওয়ান বিজাপুরের ভোপালপত্তনম কাছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে টহল দিচ্ছিলেন ৷ তখনই অসাবধানতা-বশত মাওবাদীদের পুঁতে রাখা একটি বিস্ফোরকে (আইইডি) পা দিয়ে ফেলেন তাঁরা। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, গত কয়েক মাস ধরেই মাওবাদী দমনে (anti-Naxal op) বিশেষ অভিযান চলছে ছত্তিসগড়ে। এ দিন ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এবং সংলগ্ন অঞ্চল তল্লাশি চালাচ্ছিল ডিআরজি। সেই সময়েই IED বিস্ফোরণ হয়।