১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অমিত শাহ, একনাথ শিণ্ডে  ও দেবেন্দ্র ফড়নবিস  তিন ঘণ্টা রোদের মধ্যে বসলে ১০ লক্ষ টাকা দেব মন্তব্য ইমতিয়াজ জলিলের

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 84

পুবের কলম,ওয়েবডেস্ক: অমিত শাহ, একনাথ শিণ্ডে  ও দেবেন্দ্র ফড়নবিস  যদি তিন ঘণ্টা রোদের মধ্যে বসে থাকেন, তাহলে আমি তাঁদের ১০ লক্ষ টাকা পুরষ্কার দেব। মহারাষ্ট্রে সানস্ট্রোকে মৃত্যু ঘটনার পর মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন এআইএমআইএম সাংসদ ইমতিয়াজ জলিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে সম্মান জানাতে রবিবার ভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে সানস্ট্রোকে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল আরও অনেকে। তারপরেই এহেন প্রস্তাব দিয়েছে সাংসদ জলিল।

এদিন তিনি আরও বলেন, যে ব্যক্তি মহারাষ্ট্র ভূষণ পুরষ্কার পেয়েছেন, তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা। তবে অনুষ্ঠান দেখতে আসা লক্ষ লক্ষ মানুষদের কথা না ভেবে তীব্র গরমের মধ্যে এই রকম প্রোগ্রামের আয়োজনের আমি তীব্র বিরোধিতা করি। মাথার উপর চাঁদিফাটা রোদ। নেই কোনও শেড। সেই গরমেই ভিড়ে ঠাসা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটা সত্যি অমানবিক এক ঘটনা।

অমিত শাহ, একনাথ শিণ্ডে  ও দেবেন্দ্র ফড়নবিস  তিন ঘণ্টা রোদের মধ্যে বসলে ১০ লক্ষ টাকা দেব মন্তব্য ইমতিয়াজ জলিলের

মৃতদের  পরিবারের জন্য  ৫ লক্ষ টাকার  আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মহারাষ্ট্র সরকার। যদিও সেই পদক্ষেপকে কটাক্ষ করে সাংসদ বলেছেন, এইভাবে কি একটা মানুষের জীবনের মূল্য নির্ধারণ করা যায়? তাহলে আমি বলছি  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস তিনজন টানা কয়েক ঘণ্টা প্রখর রোদে গিয়ে বসে থাকুন। তাহলে আমি আপনাদের ১০ লক্ষ টাকা করে দেব। তবে হ্যাঁ আমি প্রার্থনা করি তারপর যেন আপনারা সুস্থ থাকেন।

এদিন তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হোক। কোটি কোটি টাকা খরচ করেও কেন এমন অব্যবস্থার শিকার হলেন আগত দর্শকরা , সেই প্রশ্নও তুলেছেন এআইএমআইএম সাংসদ।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অমিত শাহ, একনাথ শিণ্ডে  ও দেবেন্দ্র ফড়নবিস  তিন ঘণ্টা রোদের মধ্যে বসলে ১০ লক্ষ টাকা দেব মন্তব্য ইমতিয়াজ জলিলের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: অমিত শাহ, একনাথ শিণ্ডে  ও দেবেন্দ্র ফড়নবিস  যদি তিন ঘণ্টা রোদের মধ্যে বসে থাকেন, তাহলে আমি তাঁদের ১০ লক্ষ টাকা পুরষ্কার দেব। মহারাষ্ট্রে সানস্ট্রোকে মৃত্যু ঘটনার পর মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন এআইএমআইএম সাংসদ ইমতিয়াজ জলিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে সম্মান জানাতে রবিবার ভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে সানস্ট্রোকে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল আরও অনেকে। তারপরেই এহেন প্রস্তাব দিয়েছে সাংসদ জলিল।

এদিন তিনি আরও বলেন, যে ব্যক্তি মহারাষ্ট্র ভূষণ পুরষ্কার পেয়েছেন, তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা। তবে অনুষ্ঠান দেখতে আসা লক্ষ লক্ষ মানুষদের কথা না ভেবে তীব্র গরমের মধ্যে এই রকম প্রোগ্রামের আয়োজনের আমি তীব্র বিরোধিতা করি। মাথার উপর চাঁদিফাটা রোদ। নেই কোনও শেড। সেই গরমেই ভিড়ে ঠাসা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটা সত্যি অমানবিক এক ঘটনা।

অমিত শাহ, একনাথ শিণ্ডে  ও দেবেন্দ্র ফড়নবিস  তিন ঘণ্টা রোদের মধ্যে বসলে ১০ লক্ষ টাকা দেব মন্তব্য ইমতিয়াজ জলিলের

মৃতদের  পরিবারের জন্য  ৫ লক্ষ টাকার  আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মহারাষ্ট্র সরকার। যদিও সেই পদক্ষেপকে কটাক্ষ করে সাংসদ বলেছেন, এইভাবে কি একটা মানুষের জীবনের মূল্য নির্ধারণ করা যায়? তাহলে আমি বলছি  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস তিনজন টানা কয়েক ঘণ্টা প্রখর রোদে গিয়ে বসে থাকুন। তাহলে আমি আপনাদের ১০ লক্ষ টাকা করে দেব। তবে হ্যাঁ আমি প্রার্থনা করি তারপর যেন আপনারা সুস্থ থাকেন।

এদিন তিনি আরও বলেন, সরকারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হোক। কোটি কোটি টাকা খরচ করেও কেন এমন অব্যবস্থার শিকার হলেন আগত দর্শকরা , সেই প্রশ্নও তুলেছেন এআইএমআইএম সাংসদ।

আরও পড়ুন: ছত্তিশগড় সফরে গিয়ে মাওবাদীদের আলোচনার প্রস্তাব খারিজ অমিত শাহের