নির্বাচন কমিশন আধার কার্ড না নিলে আমাদেরকে জানান, আমরা তো আছিই, মন্তব্য সুপ্রিম কোর্টের

- আপডেট : ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 161
পুবের কলম ওয়েবডেস্ক : বিহারের ভোটার তালিকা সংশোধন মামলায় বড় পর্যবেক্ষণ দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীদের দাবি ছিল, যেভাবে নির্বাচন কমিশন তিন লক্ষ ভোটারকে নোটিস পাঠিয়েছে, তাঁদের ক্ষেত্রেও আধার গ্রহণ করা হোক। তবে আদালত সে দাবি খারিজ করে দেয়। বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট জানান, ‘‘আমরা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছি। কমিশন যদি তাঁদের আধার গ্রহণ না করে, আমাদের জানাবেন। আমরা আছি।’’
সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, ৩০ সেপ্টেম্বরের পরও আবেদন করা যাবে। এমনকি নির্বাচনের নমিনেশনের প্রথম দিন পর্যন্ত জমা পড়া আবেদনের নথি যাচাই করে তা চূড়ান্ত তালিকায় প্রকাশ করা হবে।
ভোটার বাদ পড়া ও নতুন ভোটার সংক্রান্ত অভিযোগে কমিশন ও আবেদনকারীদের দাবির মধ্যে মতবিরোধ থাকায় আদালত নির্দেশ দিয়েছে— প্রতিটি জেলায় প্যারালিগাল ভলান্টিয়ার নিয়োগ করবে স্টেট লিগাল এইডস ফোরাম। তাঁরা গোপন রিপোর্ট দেবেন জেলার চেয়ারম্যানকে, যা রাজ্য সিগাল এইড সেল একত্রিত করবে।
সব রাজনৈতিক দলকে মতামত জানাতে বলেছে আদালত। মামলার পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর।