বিহারে ‘মহাগটবন্ধন’ ক্ষমতায় ফিরলে সুদিন ফিরবে কৃষকদের: তেজস্বী
- আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
- / 46
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে ‘মহাগটবন্ধন’ ক্ষমতায় ফিরলে সুদিন ফিরবে কৃষকদের। মঙ্গলবার ভোট প্রচারে গিয়ে বললেন আরজেডি নেতা এবং ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তিনি বলেছেন, বিহারে ক্ষমতায় এলে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) চেয়ে ধানের উপর কুইন্টাল প্রতি ৩০০ টাকা এবং গম ৪০০ টাকা প্রতি কুইন্টাল বোনাস পাবেন।
প্রথম দফার ভোটের দু’দিন আগে এক সাংবাদিক সম্মেলনে যাদব আরও বলেন, যে সমস্ত প্রাথমিক কৃষি ক্রেডিট সোসাইটি (পিএসিএস) এবং প্রাথমিক বিপণন সমবায় সমিতির (ব্যবসা মণ্ডল) প্রধানদের জনপ্রতিনিধি হিসাবে মর্যাদা দেওয়া হবে। তেজস্বীর বক্তব্য, “আমরা নিশ্চিত করব যে প্রতিটি কৃষক ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে ধানের জন্য আরও ৩০০ টাকা এবং গমের জন্য আরও ৪০০ টাকা পাবেন। এর পাশাপাশি রাজ্যের ৮ হাজার চারশো নিবন্ধিত ব্যাপার মণ্ডল এবং পিএসিএসের পরিচালকরা সাম্মানিক পাবেন।”































