তাপ প্রবাহে কারও মৃত্যু হলে এখন থেকে পাবে দু লক্ষ টাকা, নয়া ঘোষণা নবান্নের
- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 268
পুবের কলম প্রতিবেদক : প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত বিষয়ের সঙ্গে এবার নবান্নের নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে রাজ্যে তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পদক্ষেপের ফলে তাপপ্রবাহের কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারকে রাজ্য সরকার আর্থিক সহায়তা হিসেবে ২ লক্ষ টাকা প্রদান করবে।
মূল সিদ্ধান্ত ও তার প্রেক্ষাপট : রাজ্যে বিগত কয়েক বছরে গ্রীষ্মকালে তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে বহু মৃত্যুর ঘটনা সামনে আসার পরেই রাজ্য সরকার এই বিষয়ে বিশেষ চিন্তাভাবনা শুরু করে। সম্প্রতি, ‘স্টেট এক্সিকিউটিভ কমিটি’র একটি বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যসচিব মনোজ পন্থের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বৈঠকে এই আর্থিক সহায়তার বিষয়টি অনুমোদিত হয়।
আর্থিক সহায়তা পাওয়ার প্রক্রিয়া :
রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, হিট স্ট্রোক বা সান স্ট্রোকের কারণে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার পরিবারকে এই সহায়তা দেওয়া হবে। তবে, এই আর্থিক সাহায্য পেতে হলে মৃত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট আবশ্যিক। ময়নাতদন্তের রিপোর্ট যাচাই করার পরেই আর্থিক সহায়তা প্রদান করা হবে।
নূতন সংযোজন ও পূর্ণাঙ্গ তালিকা
পূর্বে বজ্রপাত, দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, নৌকাডুবি, গাছ পড়ে যাওয়া এবং বাড়ির দেওয়াল চাপা পড়ার মতো ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিত। এবার এই তালিকায় আরও ১৪টি ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে :
তাপপ্রবাহ, নদীভাঙন, ভারী বৃষ্টি, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন, বিষাক্ত প্রাণীর কামড় বা পশুর আক্রমণে মৃত্যু। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তার দায়বদ্ধতা বৃদ্ধি।

















































