১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আইনজীবীদের প্রারিশ্রমিক এত বেশি হলে, সাধারণ মানুষ মামলা লড়বে কিভাবে, উদ্বেগ প্রকাশ করে মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার
  • / 42

পুবের কলম, ওয়েবডেস্ক: এক একটা শুনানি পিছু যদি একজন আইনজীবী ১০ থেকে ১৫ লক্ষ করে টাকা নেয়, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে এই টাকা দিতে পারবে। এইভাবেই আইনজীবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু শনিবার আইনজীবীদের মামলা পিছু অতিরিক্ত আইনি ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনজীবীরা এত টাকা করে ফি নিলে সাধারণ মানুষ কোথা থেকে এই টাকা দেবে। ফলে ন্যায়বিচার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিত্তশালী লোকেরা বড় বড় আইনজীবীদের তাদের পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য রাখেন। কিন্তু একজন সাধারণ মানুষ এত টাকা কোথা থেকে পাবে? একজন সুপ্রিম কোর্টের আইনজীবীরা যে হারে পারিশ্রমিক নিয়ে থাকেন তা সাধারণের পক্ষে দেওয়া সম্ভব নয়।

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একটি মামলা পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা নিলে সাধারণ মানুষের পক্ষে তা দেওয়া কিভাবে সম্ভব।

শনিবার জয়পুরে ১৮ তম অল ইন্ডিয়া লিগ্যাল সার্ভিসেস অথরিটি সম্মলনে ভাষণ দেওয়ার সময় এই বিষয় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

কেন্দ্রীয় আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৮ জুলাই সোমবার থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে ৭১টি অপ্রচলিত আইন বাতিল করা হবে। এই আইনি পরিষেবা সভায় উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।  এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিজেপিকে কটাক্ষ করে বলেন, ঘোড়া কেনা বেচার মাধ্যমে সরকার বদল করে দেওয়া হচ্ছে। আশ্চর্যজনকভাবে আমার সরকার এখনও টিকে আছে। দেশের বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইনজীবীদের প্রারিশ্রমিক এত বেশি হলে, সাধারণ মানুষ মামলা লড়বে কিভাবে, উদ্বেগ প্রকাশ করে মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর

আপডেট : ১৬ জুলাই ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এক একটা শুনানি পিছু যদি একজন আইনজীবী ১০ থেকে ১৫ লক্ষ করে টাকা নেয়, তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে এই টাকা দিতে পারবে। এইভাবেই আইনজীবীদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেণ রিজিজু শনিবার আইনজীবীদের মামলা পিছু অতিরিক্ত আইনি ফি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনজীবীরা এত টাকা করে ফি নিলে সাধারণ মানুষ কোথা থেকে এই টাকা দেবে। ফলে ন্যায়বিচার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিত্তশালী লোকেরা বড় বড় আইনজীবীদের তাদের পারিশ্রমিক দেওয়ার সামর্থ্য রাখেন। কিন্তু একজন সাধারণ মানুষ এত টাকা কোথা থেকে পাবে? একজন সুপ্রিম কোর্টের আইনজীবীরা যে হারে পারিশ্রমিক নিয়ে থাকেন তা সাধারণের পক্ষে দেওয়া সম্ভব নয়।

কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বলেছেন, একটি মামলা পিছু ১০ থেকে ১৫ লক্ষ টাকা নিলে সাধারণ মানুষের পক্ষে তা দেওয়া কিভাবে সম্ভব।

শনিবার জয়পুরে ১৮ তম অল ইন্ডিয়া লিগ্যাল সার্ভিসেস অথরিটি সম্মলনে ভাষণ দেওয়ার সময় এই বিষয় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।

কেন্দ্রীয় আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী ১৮ জুলাই সোমবার থেকে সংসদে বাদল অধিবেশন শুরু হবে। সেই অধিবেশনে ৭১টি অপ্রচলিত আইন বাতিল করা হবে। এই আইনি পরিষেবা সভায় উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।  এদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিজেপিকে কটাক্ষ করে বলেন, ঘোড়া কেনা বেচার মাধ্যমে সরকার বদল করে দেওয়া হচ্ছে। আশ্চর্যজনকভাবে আমার সরকার এখনও টিকে আছে। দেশের বর্তমান পরিস্থিতি খুবই শোচনীয়।