০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

“নতুন করে করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশন তুলে দেব” অকপট বিচারপতি গঙ্গোপাধ্যায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
  • / 40

পুবের কলম ওয়েবডেস্কঃ “নতুন করে করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশন তুলে দেব” সাফ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকাও জরিমানা করেছেন বিচারপতি।

 

আরও পড়ুন: মাদ্রাসা সার্ভিস কমিশনে আলিয়ার অধ্যাপক জাকির-সহ আরও তিন নয়া সদস্য

 

আরও পড়ুন: যোগী আদিত্যনাথের বুলডোজার প্রয়োজনে আনতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১০ সালের মাদ্রাসা কমিশনের রুলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে নিয়োগ হয়েছে, তাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ দেওয়া হয়নি বলে মামলাকারীদের অভিযোগ। আকমল হোসেন-সহ ৭ জন আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ২ জন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। জরিমানার ৭০ হাজার টাকা সাত আবেদনকারীকে ১০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রিপোর্ট তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সম্প্রতি কলকাতা হাইকোর্ট বিচারপতিদের দায়িত্ব বদল করা হয়।  নতুন সূচি অনুযায়ী এখন থেকে মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি শুনবেন  বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এর আগে এসএসসির দুর্নীতি মামলায় যেসব ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ তিনি দিয়েছিলেন, সেগুলি তাঁকেই শুনতে হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“নতুন করে করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশন তুলে দেব” অকপট বিচারপতি গঙ্গোপাধ্যায়

আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ “নতুন করে করে অনিয়ম খুঁজে পেলে মাদ্রাসা সার্ভিস কমিশন কমিশন তুলে দেব” সাফ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাদ্রাসা সার্ভিস কমিশনকে ৭০ হাজার টাকাও জরিমানা করেছেন বিচারপতি।

 

আরও পড়ুন: মাদ্রাসা সার্ভিস কমিশনে আলিয়ার অধ্যাপক জাকির-সহ আরও তিন নয়া সদস্য

 

আরও পড়ুন: যোগী আদিত্যনাথের বুলডোজার প্রয়োজনে আনতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

২০১০ সালের মাদ্রাসা কমিশনের রুলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে নিয়োগ হয়েছে, তাতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ দেওয়া হয়নি বলে মামলাকারীদের অভিযোগ। আকমল হোসেন-সহ ৭ জন আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে ২ জন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। জরিমানার ৭০ হাজার টাকা সাত আবেদনকারীকে ১০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রিপোর্ট তলব করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সম্প্রতি কলকাতা হাইকোর্ট বিচারপতিদের দায়িত্ব বদল করা হয়।  নতুন সূচি অনুযায়ী এখন থেকে মাদ্রাসা এবং প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি শুনবেন  বিচারপতি গঙ্গোপাধ্যায়। তবে এর আগে এসএসসির দুর্নীতি মামলায় যেসব ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ তিনি দিয়েছিলেন, সেগুলি তাঁকেই শুনতে হবে।