১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

“বিধানসভা ভোটে জিতলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে”: পাটনার জনসভায় তেজস্বী যাদবের হুঁশিয়ারি

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার
  • / 151

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫–এর বিরুদ্ধে বিহারের পাটনার গান্ধী ময়দানে রবিবার আয়োজিত ‘ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও’- শীর্ষক এক বিশাল সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব।

"বিধানসভা ভোটে জিতলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে": পাটনার জনসভায় তেজস্বী যাদবের হুঁশিয়ারি

তিনি ঘোষণা করলেন,“এই দেশ কারও বাপের নয়, সবার। বিহারে এই কালো আইন বাস্তবায়ন হতে দেব না। মহাজোট সরকার গঠন হলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে।”

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

এই সমাবেশের আয়োজক ছিল ইমারত-এ-শরিয়াহ, যেখানে উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ মানুষ। তেজস্বীর সুরে সুর মিলিয়ে সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান বারক বলেন,“এই আইন মুসলিম সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমরা শেষ পর্যন্ত লড়ব, থামব না।”

আরও পড়ুন: JPC: বয়কট আম আদমি পার্টির

"বিধানসভা ভোটে জিতলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে": পাটনার জনসভায় তেজস্বী যাদবের হুঁশিয়ারি

আরও পড়ুন: Voter Adhikar Yatra: Rahul Gandhi-কে চুম্বন যুবকের, পাল্টা খেতে হলো চড়

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, প্রাক্তন কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিংহ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার, মীমের বিহার সভাপতি আখতারুল ইমান, সিপিআইএমএল লিবরেশনের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি সহ অনেকেই। উপস্থিত সকলেই আইনটির বিরুদ্ধে সোচ্চার হয়ে ‘ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন।

প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ বলেন, “এটা শুধু সম্পত্তির লড়াই নয়, সংবিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সংগ্রাম।”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

“বিধানসভা ভোটে জিতলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে”: পাটনার জনসভায় তেজস্বী যাদবের হুঁশিয়ারি

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫–এর বিরুদ্ধে বিহারের পাটনার গান্ধী ময়দানে রবিবার আয়োজিত ‘ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও’- শীর্ষক এক বিশাল সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব।

"বিধানসভা ভোটে জিতলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে": পাটনার জনসভায় তেজস্বী যাদবের হুঁশিয়ারি

তিনি ঘোষণা করলেন,“এই দেশ কারও বাপের নয়, সবার। বিহারে এই কালো আইন বাস্তবায়ন হতে দেব না। মহাজোট সরকার গঠন হলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে।”

আরও পড়ুন: মোদির বারাণসী সফরের আগে ২০০ বিরোধী নেতাকর্মী গৃহবন্দি

এই সমাবেশের আয়োজক ছিল ইমারত-এ-শরিয়াহ, যেখানে উপস্থিত ছিলেন লক্ষ লক্ষ মানুষ। তেজস্বীর সুরে সুর মিলিয়ে সমাজবাদী পার্টির সাংসদ জিয়া উর রহমান বারক বলেন,“এই আইন মুসলিম সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আমরা শেষ পর্যন্ত লড়ব, থামব না।”

আরও পড়ুন: JPC: বয়কট আম আদমি পার্টির

"বিধানসভা ভোটে জিতলে ওয়াকফ আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলা হবে": পাটনার জনসভায় তেজস্বী যাদবের হুঁশিয়ারি

আরও পড়ুন: Voter Adhikar Yatra: Rahul Gandhi-কে চুম্বন যুবকের, পাল্টা খেতে হলো চড়

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব, প্রাক্তন কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিংহ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার, মীমের বিহার সভাপতি আখতারুল ইমান, সিপিআইএমএল লিবরেশনের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ি সহ অনেকেই। উপস্থিত সকলেই আইনটির বিরুদ্ধে সোচ্চার হয়ে ‘ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক দেন।

প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ বলেন, “এটা শুধু সম্পত্তির লড়াই নয়, সংবিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার সংগ্রাম।”