২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতে মন্দিরে ইফতার

ইমামা খাতুন
  • আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার
  • / 109

পুবের কলম প্রতিবেদক: গুজরাতের দলওয়ানা জেলার বরান্দা বীর মহারাজ মন্দির এবছর সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করল। মন্দিরের পক্ষ থেকে এলাকার মুসলমানদের কাছে আবেদন জানানো হয় মন্দির চত্বরে ইফতারের জন্য। অনেকে ইফতারের জন্য নিজ নিজ সামগ্রী এনেছেন। তবে মন্দির কর্তৃপক্ষ বেশ কয়েক ধরনের ফল ও শরবতের ব্যবস্থা করে। প্রায় ১০০ জন রোযাদার মন্দির চত্বরে ইফতার করেন। এমনকী মন্দির কমিটি মাগরিবের নামায সেখানেই পড়ার জন্য আবেদন জানায়। এই বাঁশ কাঁঠা গ্রামে ৫০ মুসলিম পরিবারের বাস। ১২০০ বছরের প্রাচীন এই মন্দিরে এই ধরনের ইফতারের আয়োজন এই প্রথম। মন্দিরের প্রধান পুজারি পঙ্কজ ঠাকুর বলেন, মন্দির ট্রাস্ট এবং পঞ্চায়েত মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আমি নিজে স্থানীয় মসজিদের ইমামের কাছে গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। ইফতারের পর মুসলিমরা মন্দির কমিটির এই ব্যবহারে মুগ্ধ,এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দলওয়ানা জেলার রাজপুত প্যাটেল প্রজাপতি সম্প্রদায়ের সঙ্গে মুসলিমরাও বাস করেন।

 

আরও পড়ুন: গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতে মন্দিরে ইফতার

আপডেট : ১০ এপ্রিল ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: গুজরাতের দলওয়ানা জেলার বরান্দা বীর মহারাজ মন্দির এবছর সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করল। মন্দিরের পক্ষ থেকে এলাকার মুসলমানদের কাছে আবেদন জানানো হয় মন্দির চত্বরে ইফতারের জন্য। অনেকে ইফতারের জন্য নিজ নিজ সামগ্রী এনেছেন। তবে মন্দির কর্তৃপক্ষ বেশ কয়েক ধরনের ফল ও শরবতের ব্যবস্থা করে। প্রায় ১০০ জন রোযাদার মন্দির চত্বরে ইফতার করেন। এমনকী মন্দির কমিটি মাগরিবের নামায সেখানেই পড়ার জন্য আবেদন জানায়। এই বাঁশ কাঁঠা গ্রামে ৫০ মুসলিম পরিবারের বাস। ১২০০ বছরের প্রাচীন এই মন্দিরে এই ধরনের ইফতারের আয়োজন এই প্রথম। মন্দিরের প্রধান পুজারি পঙ্কজ ঠাকুর বলেন, মন্দির ট্রাস্ট এবং পঞ্চায়েত মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। আমি নিজে স্থানীয় মসজিদের ইমামের কাছে গিয়ে আমন্ত্রণ জানিয়েছিলাম। ইফতারের পর মুসলিমরা মন্দির কমিটির এই ব্যবহারে মুগ্ধ,এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দলওয়ানা জেলার রাজপুত প্যাটেল প্রজাপতি সম্প্রদায়ের সঙ্গে মুসলিমরাও বাস করেন।

 

আরও পড়ুন: গ্যারেজের ছেলেটি আজ স্কুলের অধ্যক্ষ, রাষ্ট্রপতির হাত থেকে পিএইচডি ডিগ্রি পেলেন গুজরাতের ইরফান শেখ

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের