১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে আইএইচএ ফাউন্ডেশন

কিবরিয়া আনসারি
  • আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
  • / 118

পুবের কলম প্রতিবেদকঃ অতিবৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে আইএইচএ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সাহায্য করা হয়। ত্রাণকীটে রয়েছে আটা, আলু, পেঁয়াজ, মসুর ডাল, রান্নার তেল, সয়াবিন, চিনি, মশলা, দুধ, চা, শিশুর খাবার-সহ অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র।

যা বন্যার কারণে বাস্তুচ্যুত বা বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের তাৎক্ষণিক খাদ্যতালিকাগত ও ভরণপোষণের চাহিদা মেটাতে যত্ন সহকারে তৈরি করা হয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আইএইচএ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ বিপর্যস্থ পরিবারবগুলির কাছে এই ত্রাণ পৌঁছে দিচ্ছে। কলকাতার গুরুদ্বার বেহালা, শিলিগুড়ির শ্রী গুরু সিং সভা এবং স্থানীয় শিখ গোষ্ঠী – সকলেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সেবার চেতনায় হাত মিলিয়েছে। ত্রাণ কিটের পাশাপাশি রান্না করা খাবারও পরিবেশন করা হচ্ছে।

আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যেই শুরু হবে যোশীমঠের হোটেল ভাঙার কাজ, দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে ক্ষতিগ্রস্থ পরিবার

আইএইচএ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কলকাতার গুরুদ্বার বেহালার সাধারণ সম্পাদক সতনাম সিং আহলুওয়ালিয়া ব্যক্তিগতভাবে ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান এবং নির্দেশনা দিয়েছেন, যিনি স্বেচ্ছাসেবক এবং বন্যার্ত পরিবার উভয়কেই প্রচেষ্টা পর্যবেক্ষণ এবং নৈতিক সহায়তা প্রদানের জন্য একাধিক বিতরণ স্থানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “যখন আমরা কারো কাছে হতাশার মুহূর্তে স্বস্তি নিয়ে পৌঁছাই, তখন একটি সাধারণ হাসিও উপকরণের চেয়েও অনেক বেশি অর্থ বহন করে।

আরও পড়ুন: পারদ নিম্নমূখী, শীতে জবুথবু দুই বঙ্গ, উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘায় মুগ্ধ পর্যটকরা

আইএইচএ ফাউন্ডেশনে, আমরা বিশ্বাস করি যে প্রকৃত সেবা শুধুমাত্র বস্তুগত সাহায্য প্রদান নয় – এটি মর্যাদা, আশা এবং মানবতার প্রতি বিশ্বাস পুনরুদ্ধার করা।” তিনি আরও বলেন, ”যখন প্রকৃতি আমাদের পরীক্ষা করে, তখন মানবতাকেই সাড়া দিতে হবে। আমরা যে প্রতিটি প্যাকেট সরবরাহ করি তা শুধুমাত্র খাবারের চেয়েও বেশি কিছু – এটি যত্ন, সংহতি এবং বিশ্বাসের বার্তা যে কেউ পিছনে থাকবে না। এইরকম সময়ে, সেবা আমাদের করুণার ভাষা হয়ে ওঠে এবং করুণা আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।”

আইএইচএ ফাউন্ডেশনের এই ত্রাণ বিতরণ কর্মসূচি সফল করতে উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এবং দার্জিলিং-এর জেলাশাসক ডঃ প্রীতি গোয়েল (দার্জিলিং) এবং জলপাইগুড়ির জেলাশাসক শ্রীমতি শামা পারভীন বিশেষভাবে সাহায্য করেন।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে আইএইচএ ফাউন্ডেশন

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ অতিবৃষ্টি ও ভূমিধ্বসে ক্ষতিগ্রস্থ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে আইএইচএ ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সাহায্য করা হয়। ত্রাণকীটে রয়েছে আটা, আলু, পেঁয়াজ, মসুর ডাল, রান্নার তেল, সয়াবিন, চিনি, মশলা, দুধ, চা, শিশুর খাবার-সহ অন্যান্য মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র।

যা বন্যার কারণে বাস্তুচ্যুত বা বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের তাৎক্ষণিক খাদ্যতালিকাগত ও ভরণপোষণের চাহিদা মেটাতে যত্ন সহকারে তৈরি করা হয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আইএইচএ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ বিপর্যস্থ পরিবারবগুলির কাছে এই ত্রাণ পৌঁছে দিচ্ছে। কলকাতার গুরুদ্বার বেহালা, শিলিগুড়ির শ্রী গুরু সিং সভা এবং স্থানীয় শিখ গোষ্ঠী – সকলেই বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সেবার চেতনায় হাত মিলিয়েছে। ত্রাণ কিটের পাশাপাশি রান্না করা খাবারও পরিবেশন করা হচ্ছে।

আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যেই শুরু হবে যোশীমঠের হোটেল ভাঙার কাজ, দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে ক্ষতিগ্রস্থ পরিবার

আইএইচএ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কলকাতার গুরুদ্বার বেহালার সাধারণ সম্পাদক সতনাম সিং আহলুওয়ালিয়া ব্যক্তিগতভাবে ত্রাণ কার্যক্রম তত্ত্বাবধান এবং নির্দেশনা দিয়েছেন, যিনি স্বেচ্ছাসেবক এবং বন্যার্ত পরিবার উভয়কেই প্রচেষ্টা পর্যবেক্ষণ এবং নৈতিক সহায়তা প্রদানের জন্য একাধিক বিতরণ স্থানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “যখন আমরা কারো কাছে হতাশার মুহূর্তে স্বস্তি নিয়ে পৌঁছাই, তখন একটি সাধারণ হাসিও উপকরণের চেয়েও অনেক বেশি অর্থ বহন করে।

আরও পড়ুন: পারদ নিম্নমূখী, শীতে জবুথবু দুই বঙ্গ, উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘায় মুগ্ধ পর্যটকরা

আইএইচএ ফাউন্ডেশনে, আমরা বিশ্বাস করি যে প্রকৃত সেবা শুধুমাত্র বস্তুগত সাহায্য প্রদান নয় – এটি মর্যাদা, আশা এবং মানবতার প্রতি বিশ্বাস পুনরুদ্ধার করা।” তিনি আরও বলেন, ”যখন প্রকৃতি আমাদের পরীক্ষা করে, তখন মানবতাকেই সাড়া দিতে হবে। আমরা যে প্রতিটি প্যাকেট সরবরাহ করি তা শুধুমাত্র খাবারের চেয়েও বেশি কিছু – এটি যত্ন, সংহতি এবং বিশ্বাসের বার্তা যে কেউ পিছনে থাকবে না। এইরকম সময়ে, সেবা আমাদের করুণার ভাষা হয়ে ওঠে এবং করুণা আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।”

আইএইচএ ফাউন্ডেশনের এই ত্রাণ বিতরণ কর্মসূচি সফল করতে উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এবং দার্জিলিং-এর জেলাশাসক ডঃ প্রীতি গোয়েল (দার্জিলিং) এবং জলপাইগুড়ির জেলাশাসক শ্রীমতি শামা পারভীন বিশেষভাবে সাহায্য করেন।