০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হল হত্যায় অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি নেতার অবৈধ হোটেল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 180

পুবের কলম, ওয়েবডেস্ক: ডিনামাইট বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হল হত্যায় অভিযুক্ত বিজেপি নেতার অবৈধ হোটেল। মধ্যপ্রদেশের সাগরে মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ দলের নেতৃত্বে ৬০টি ডিনামাইট বিস্ফোরণে এই অবৈধ হোটেলটি গুঁড়িয়ে দেওয়া হয়। কয়েক সেকেণ্ডের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে হোটেলটি।

 

আরও পড়ুন: বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

জগদীশ যাদব হত্যা মামলায় অভিযুক্ত বিজেপির বহিষ্কৃত নেতা মিশ্রী চাঁদ গুপ্তা। জনগণের ক্ষোভের পারদ চড়তেই প্রশাসনের উপস্থিতিতে মিশ্রী চাঁদ গুপ্তার সাগরে অবস্থিত অবৈধ হোটেলটিকে ডিনামাইট বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাগরের জেলা কালেক্টর দীপক আর্য, ডিআইজি তরুণ নায়েক সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

হোটেলটি গুঁড়িয়ে দেওয়ার সময় প্রশাসনের তরফ থেকে স্থানীয় মানুষের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে হোটেল সংলগ্ন রাস্তাটিতে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল স্থগিত রাখা হয়। সতর্ক করা হয় হোটেলের আশেপাশের মানুষকেও। জেলা কালেক্টর দীপক আর্য জানান, কোনও ধরনের ক্ষতি হয়নি, শুধু হোটেলের ভবনটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিজেপি নেতা মিশ্রী চাঁদ গুপ্তার হোটেলটি সাগরের মাকারোনিয়া মোড়ে অবস্থিত ছিল। মিশ্রী চাঁদের বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর কোরেগাঁওয়ের বাসিন্দা জগদীশ যাদবকে এসইউভি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। এই হত্যার ঘটনায় অভিযুক্ত বিজেপির বহিষ্কৃত নেতা মিশ্রী চাঁদ গুপ্ত সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশ এই মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও গ্রেফতার হয়েছে পাঁচজন। এখনও খোঁজ মেলেনি মিশ্রী চাঁদ গুপ্তার।
নিহত জগদীশ যাদব ছিলেন স্বতন্ত্র কাউন্সিলার কিরণ যাদবের ভাগ্নে। কিরণ যাদব পুরসভা নির্বাচনে মিশ্রী চাঁদ গুপ্তের স্ত্রী মীনাকে ৮৩ ভোটে পরাজিত করেন। রাজনৈতিক শত্রুতার জেরেই জগদীশকে খুন করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশে গুঁড়িয়ে দেওয়া হল হত্যায় অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি নেতার অবৈধ হোটেল

আপডেট : ৪ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ডিনামাইট বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হল হত্যায় অভিযুক্ত বিজেপি নেতার অবৈধ হোটেল। মধ্যপ্রদেশের সাগরে মঙ্গলবার সন্ধ্যায় এক বিশেষ দলের নেতৃত্বে ৬০টি ডিনামাইট বিস্ফোরণে এই অবৈধ হোটেলটি গুঁড়িয়ে দেওয়া হয়। কয়েক সেকেণ্ডের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে হোটেলটি।

 

আরও পড়ুন: বিষাক্ত কফ সিরাপে ১০ শিশুর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক

জগদীশ যাদব হত্যা মামলায় অভিযুক্ত বিজেপির বহিষ্কৃত নেতা মিশ্রী চাঁদ গুপ্তা। জনগণের ক্ষোভের পারদ চড়তেই প্রশাসনের উপস্থিতিতে মিশ্রী চাঁদ গুপ্তার সাগরে অবস্থিত অবৈধ হোটেলটিকে ডিনামাইট বিস্ফোরণে গুঁড়িয়ে দেওয়া হল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সাগরের জেলা কালেক্টর দীপক আর্য, ডিআইজি তরুণ নায়েক সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকেরা।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

হোটেলটি গুঁড়িয়ে দেওয়ার সময় প্রশাসনের তরফ থেকে স্থানীয় মানুষের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে হোটেল সংলগ্ন রাস্তাটিতে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল স্থগিত রাখা হয়। সতর্ক করা হয় হোটেলের আশেপাশের মানুষকেও। জেলা কালেক্টর দীপক আর্য জানান, কোনও ধরনের ক্ষতি হয়নি, শুধু হোটেলের ভবনটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিজেপি নেতা মিশ্রী চাঁদ গুপ্তার হোটেলটি সাগরের মাকারোনিয়া মোড়ে অবস্থিত ছিল। মিশ্রী চাঁদের বিরুদ্ধে গত ২২ ডিসেম্বর কোরেগাঁওয়ের বাসিন্দা জগদীশ যাদবকে এসইউভি চাপা দিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। এই হত্যার ঘটনায় অভিযুক্ত বিজেপির বহিষ্কৃত নেতা মিশ্রী চাঁদ গুপ্ত সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

পুলিশ এই মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও গ্রেফতার হয়েছে পাঁচজন। এখনও খোঁজ মেলেনি মিশ্রী চাঁদ গুপ্তার।
নিহত জগদীশ যাদব ছিলেন স্বতন্ত্র কাউন্সিলার কিরণ যাদবের ভাগ্নে। কিরণ যাদব পুরসভা নির্বাচনে মিশ্রী চাঁদ গুপ্তের স্ত্রী মীনাকে ৮৩ ভোটে পরাজিত করেন। রাজনৈতিক শত্রুতার জেরেই জগদীশকে খুন করা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।