১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বারুইপুর বাইপাসে বেআইনি দোকান উচ্ছেদ করা হলো প্রশাসনের উদ্যোগে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর: মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখল করা যাবে না। বারুইপুরের আদি গঙ্গার পাড়ে সেচ দপ্তরের মগরাহাট ড্রেনেজের দক্ষিণ শাসন থেকে একেবারে কামালগাজী পর্যন্ত জায়গা দখল করে রমরমিয়ে চলছিল হোটেল, চায়ের দোকান, মুদি দোকান থেকে শুরু করে বাইকের গ্যারেজ।এমনকী নতুন দোকানও গজিয়ে উঠছিলো।

সোমবার বারুইপুরের পদ্মপুকুর থেকে অভিযান শুরু করে মগরাহাট ড্রেনেজ ডিভিশন ও বারুইপুর ব্লক প্রশাসনের বিপর্যয় দপ্তরের লোকজন। জে সি বি মেশিন নিয়ে এসে অভিযান চালিয়ে অবৈধ দোকান ভেঙে দেয়। মোট ১৭ কিলোমিটার এলাকায় অভিযান চলে।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়

পরে লোহার ফেনসিং দিয়ে জাল দিয়ে দেওয়া হবে।এর জন্য ১ কোটি ৫৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।প্রাথমিক ভাবে পদ্মপুকুর থেকে স্মৃতিমহল পর্যন্ত অভিযান শুরু হয়েছে। তারপরে বংশীবটতলা থেকে দক্ষিণ শাসন পর্যন্ত আদি গঙ্গার পাড় দখল মুক্ত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেল।

আরও পড়ুন: আবার অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বারুইপুর

আরও পড়ুন: বিকল্প কর্মসংস্থানের জন্য নয়া উদ্যোগ
সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বারুইপুর বাইপাসে বেআইনি দোকান উচ্ছেদ করা হলো প্রশাসনের উদ্যোগে

আপডেট : ১৬ জুন ২০২৫, সোমবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর: মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সরকারি জায়গা দখল করা যাবে না। বারুইপুরের আদি গঙ্গার পাড়ে সেচ দপ্তরের মগরাহাট ড্রেনেজের দক্ষিণ শাসন থেকে একেবারে কামালগাজী পর্যন্ত জায়গা দখল করে রমরমিয়ে চলছিল হোটেল, চায়ের দোকান, মুদি দোকান থেকে শুরু করে বাইকের গ্যারেজ।এমনকী নতুন দোকানও গজিয়ে উঠছিলো।

সোমবার বারুইপুরের পদ্মপুকুর থেকে অভিযান শুরু করে মগরাহাট ড্রেনেজ ডিভিশন ও বারুইপুর ব্লক প্রশাসনের বিপর্যয় দপ্তরের লোকজন। জে সি বি মেশিন নিয়ে এসে অভিযান চালিয়ে অবৈধ দোকান ভেঙে দেয়। মোট ১৭ কিলোমিটার এলাকায় অভিযান চলে।

আরও পড়ুন: আমাদের পাড়া আমাদের সমাধানে এলাকার মানুষদের কথা শুনলেন বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়

পরে লোহার ফেনসিং দিয়ে জাল দিয়ে দেওয়া হবে।এর জন্য ১ কোটি ৫৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।প্রাথমিক ভাবে পদ্মপুকুর থেকে স্মৃতিমহল পর্যন্ত অভিযান শুরু হয়েছে। তারপরে বংশীবটতলা থেকে দক্ষিণ শাসন পর্যন্ত আদি গঙ্গার পাড় দখল মুক্ত করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেল।

আরও পড়ুন: আবার অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বারুইপুর

আরও পড়ুন: বিকল্প কর্মসংস্থানের জন্য নয়া উদ্যোগ