২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে বড় লংমার্চের ঘোষণা ইমরান খানের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২২, বুধবার
  • / 36

 

পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান লংমার্চের তারিখ ঘোষণা করেছেন। তিনি জানান, আগাম নির্বাচনের দাবিতে আগামী শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করবেন তিনি। বিদেশি গণ্যমান্য ব্যক্তি এবং রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রির জন্য তাকে দোষী সাব্যস্ত করে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই ইমরান খান লংমার্চের তারিখ ঘোষণা করলেন। মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, ‘আমি শুক্রবার লাহোরের লিবার্টি স্কোয়ার থেকে ইসলামাবাদ পর্যন্ত সকাল ১১টায় লং মার্চ শুরুর সিদ্ধান্ত নিয়েছি।’ দু’টি শহরের মধ্যে দূরত্ব প্রায় ৩৮০ কিমি। অবিলম্বে নির্বাচন ঘোষণার জন্য সরকারকে চাপ দিতেই এ লংমার্চের আয়োজন উল্লেখ করে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় লংমার্চ।’ এ দিকে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশে  বাধা দেওয়া হবে। রাজধানী ঘেরাও ঠেকাতে পুলিশ-সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েন করবে শাহবাজ সরকার। ইসলামাবাদে ঢোকার পথ বন্ধ করতে এরই মধ্যে বিশাল বিশাল কয়েকশো কন্টেইনার প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান শুরু থেকেই দ্রুত নির্বাচনের আহ্বান  জানিয়ে আসছিলেন। এই দাবিতে তিনি সারাদেশে বিক্ষোভ সমাবেশও করেছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের অক্টোবর বা নভেম্বরে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সবচেয়ে বড় লংমার্চের ঘোষণা ইমরান খানের

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান লংমার্চের তারিখ ঘোষণা করেছেন। তিনি জানান, আগাম নির্বাচনের দাবিতে আগামী শুক্রবার লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করবেন তিনি। বিদেশি গণ্যমান্য ব্যক্তি এবং রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহার বেআইনিভাবে বিক্রির জন্য তাকে দোষী সাব্যস্ত করে নির্বাচনের অযোগ্য ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই ইমরান খান লংমার্চের তারিখ ঘোষণা করলেন। মঙ্গলবার লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, ‘আমি শুক্রবার লাহোরের লিবার্টি স্কোয়ার থেকে ইসলামাবাদ পর্যন্ত সকাল ১১টায় লং মার্চ শুরুর সিদ্ধান্ত নিয়েছি।’ দু’টি শহরের মধ্যে দূরত্ব প্রায় ৩৮০ কিমি। অবিলম্বে নির্বাচন ঘোষণার জন্য সরকারকে চাপ দিতেই এ লংমার্চের আয়োজন উল্লেখ করে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় লংমার্চ।’ এ দিকে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ইসলামাবাদে প্রবেশে  বাধা দেওয়া হবে। রাজধানী ঘেরাও ঠেকাতে পুলিশ-সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েন করবে শাহবাজ সরকার। ইসলামাবাদে ঢোকার পথ বন্ধ করতে এরই মধ্যে বিশাল বিশাল কয়েকশো কন্টেইনার প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান শুরু থেকেই দ্রুত নির্বাচনের আহ্বান  জানিয়ে আসছিলেন। এই দাবিতে তিনি সারাদেশে বিক্ষোভ সমাবেশও করেছেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের অক্টোবর বা নভেম্বরে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’