২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

চামেলি দাস
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 376

পুবের কলম ওয়েবডেস্ক: ইমরান খানের জামিন-জল্পনা। পাকিস্তানের রাজনৈতিক মহলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। রবিবার ইমরানের দল পাকিস্তান তেহরি-ই-ইনসাফ-এর চেয়ারম্যান গোহর আলি খান জানান আগামী ১১ জুন বুধবার দিনটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।  ইমরানের খুব শীঘ্রই জেলেমুক্তি হতে পারে বলে জানান তিনি। গোহরের মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে যে, ওই দিনই জেল থেকে ছাড়া পেতে পারেন ইমরান।

পাক সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যান গোহর বলেন, “ইমরানকে ছাড়াই চারটে ঈদ কেটে গেল। তবে উনি খুব শীঘ্রই ছাড়া পাবেন। ১১ জুন তারিখটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।”

আরও পড়ুন: ভারতে আসছে না পাকিস্তান হকি দল

উল্লেখ্য, একাধিক মামলায় অভিযুক্ত হয়ে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট অর্থ তছরুপের মামলায় জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি। তবে তদন্তকারী সংস্থার আর্জিতে সেই শুনানি ১১ জুন পর্যন্ত পিছিয়ে দেয় আদালত।

আরও পড়ুন: পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির

 

আরও পড়ুন: পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: ইমরান খানের জামিন-জল্পনা। পাকিস্তানের রাজনৈতিক মহলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। রবিবার ইমরানের দল পাকিস্তান তেহরি-ই-ইনসাফ-এর চেয়ারম্যান গোহর আলি খান জানান আগামী ১১ জুন বুধবার দিনটি দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।  ইমরানের খুব শীঘ্রই জেলেমুক্তি হতে পারে বলে জানান তিনি। গোহরের মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে যে, ওই দিনই জেল থেকে ছাড়া পেতে পারেন ইমরান।

পাক সংবাদমাধ্যম ‘এআরওয়াই নিউজ়’-কে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই চেয়ারম্যান গোহর বলেন, “ইমরানকে ছাড়াই চারটে ঈদ কেটে গেল। তবে উনি খুব শীঘ্রই ছাড়া পাবেন। ১১ জুন তারিখটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।”

আরও পড়ুন: ভারতে আসছে না পাকিস্তান হকি দল

উল্লেখ্য, একাধিক মামলায় অভিযুক্ত হয়ে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট অর্থ তছরুপের মামলায় জামিন চেয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবি। তবে তদন্তকারী সংস্থার আর্জিতে সেই শুনানি ১১ জুন পর্যন্ত পিছিয়ে দেয় আদালত।

আরও পড়ুন: পাকিস্তানের আতঙ্ক ধরিয়েছিল বিক্রান্ত: দীপাবলি উদযাপনে হুঙ্কার মোদির

 

আরও পড়ুন: পাকিস্তানের প্রত্যেক ইঞ্চি এখন ব্রহ্মোসের রেঞ্জে: পাক আস্ফালনকে সর্তক করল রাজনাথ