ইমরান খানকে খুনের গুজব ভিত্তিহীন, সুস্থ আছেন,জানাল জেল কর্তৃপক্ষ
- আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 39
পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে খুন করা হয়েছে—এমন গুজব ঘিরে বুধবার আন্তর্জাতিক মহলে তোলপাড় পড়ে যায়। বিশ্বজুড়ে জনপ্রিয় এই ক্রিকেট তারকা–রাজনীতিকের সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়ে উদ্বেগ। ঠিক এমন সময় ইমরানের স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল আদিয়ালা জেল কর্তৃপক্ষ।
বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর গুজবকে ‘ভিত্তিহীন’ বলে স্পষ্ট জানানো হয়। পাশাপাশি তাঁকে অন্য জেলে স্থানান্তরের দাবি নাকচ করে কর্তৃপক্ষ জানায়, ইমরান পুরোপুরি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। ২০২৩ সাল থেকে বিভিন্ন দুর্নীতির মামলায় ৭২ বছর বয়সি ইমরান আদিয়ালা জেলে বন্দি। তাঁর দিদি নোরান খান অভিযোগ করেছেন, পিটিআই প্রধানকে অমানবিকভাবে রাখা হচ্ছে। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বুধবার আদিয়ালা জেলের সামনে বিক্ষোভে নামে পিটিআই সমর্থকেরা।
এদিকে সূত্র জানিয়েছে, ইমরানের পরিবারকে শিগগিরই সাক্ষাতের অনুমতি দেবে জেল প্রশাসন। বৃহস্পতিবার এবং পরবর্তী মঙ্গলবার ইমরানের সঙ্গে তাঁর বোনদের দেখা করারও সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর পরেই জেলের বাইরে বিক্ষোভ কিছুটা শান্ত হয়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওজা শরিফ দাবি করেছেন, জেলে ইমরানকে বিস্তর সুযোগ ও সুবিধার মধ্যে রাখা হয়েছে।



















































