ইমরান খানের দলের ১০৮ নেতাকর্মীর কারাদণ্ড

- আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
- / 99
পুবের কলম ওয়েবডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর ১০৮ জন নেতাকর্মীকে সন্ত্রাস বিরোধী আদালত কারাদণ্ড দিল। ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেফতারের পর দেশজুড়ে সামরিক বাহিনীর বিরুদ্ধে হওয়া সহিংস প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে এই শাস্তি ঘোষণা করা হয়।
এই সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন বিরোধী দলের নেতা ও প্রাক্তন মন্ত্রী ওমর আইয়ুব খান, যাঁকে ১০ বছরের জেল দিয়েছে আদালত। ঘটনার শুরু ২০২৩ সালের ৯ মে, যখন একটি দুর্নীতির মামলায় হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হন ইমরান খান। তারপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সেই বিক্ষোভে সামরিক ও সরকারি ভবনে হামলা, প্রাণহানি এবং ব্যাপক গ্রেফতারি হয়।
এই ঘটনার জেরে হাজার হাজার পিটিআই কর্মীকে আটক করা হয়। বৃহস্পতিবার ঘোষিত রায়ের প্রতিক্রিয়ায় পিটিআই একে ‘গণতন্ত্রের কালো দিন’ বলে অভিহিত করেছে। দলের মিডিয়া উপদেষ্টা জুলফি বুকারি বলেন, ‘এতজন বিরোধী নেতাকে একের পর এক সাজা দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করে।’
বর্তমানে কারাবন্দি ইমরান খানের বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা চলছে, যার মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মতো গুরুতর অভিযোগ।