জীবন বিপন্ন ইমরানের, পিটিআই নেতার দাবিতে তুমুল চাঞ্চল্য পাকিস্তান জুড়ে
- আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 27
পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তান জুড়ে চলছে রাজনৈতিক ডামাডোল। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সংসদে আনা ইতিমধ্যেই আনা হয়েছে অনাস্থা প্রস্তাব।
এবার এহেন পরিস্থিতিতে পাক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে জীবন বিপন্ন ইমরান খানের। ‘পাকিস্তানের শাসকদল তেহরিক-ই-ইনসাফের বর্ষীয়ান নেতা ফয়জল ভাওদার দাবি করেছেন, ইমরান খানকে পরিকল্পনা মাফিক খুন করার চেষ্টা চলছে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামাবাদের নীতিনির্ধারকদের মধ্যে। অনেকেই মনে করছেন পাকিস্তানে ফের সেনাবাহিনীর শাসন শুরু হতে চলেছে।’
আজ ৩১ মার্চ জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন পাক প্রধানমন্ত্রী।পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের নেতৃত্বাধীন জোট ত্যাগ করেছে আরও একটি দল। ইমরান খান সরকারের প্রধান মিত্র মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) বুধবার আনুষ্ঠানিকভাবে জোট ত্যাগ করেছে।দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।তার মধ্যেই এই প্রাণনাশের খবরকে কেন্দ্র করে জন্ম নিয়েছে তুমুল জল্পনা ও আতঙ্ক।