০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জটিল অস্ত্রোপচারে রোগীর পাকস্থলী থেকে বের হল ৬২টি চামচ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার
  • / 10

পুবের কলম, ওয়েবডেস্ক:  জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির পাকস্থলী থেকে ৬২টি চামচ বের করলেন চিকিৎসকেরা। আপাতত আইসিইউতে ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের মুজাফ্‌ফর নগরের ঘটনা। পেটে অসম্ভব যন্ত্রণা নিয়ে চিকিৎসকের আসেন ওই ব্যক্তি। চিকিৎসককে ওই ব্যক্তি জানান, বিগত এক বছর ধরে চামচ খাচ্ছেন তিনি।

হাসপাতালের চিকিৎসক ডাঃ রাকেশ খুরানা জানিয়েছেন, বিজয় নামে ৩২ বছর বয়সী এক যুবক তার কাছে আসেন অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে। বিজয় জানান, বিগত এক বছর ধরে চামচ খান তিনি। এর পরে শারীরিক পরীক্ষার পর তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দুঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তার শরীর থেকে ৬২টি চামচ উদ্ধার করা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এর আগেও ২০১৯ সালে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল হিমাচল প্রদেশে। চিকিৎসক সেই ব্যক্তির পাকস্থলী থেকে ৮টি চামচ, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি ট্রথব্রাশ, গৃহস্থালির কাজে ব্যবহৃত ছুরি, দরজার ছিটকানি বের করেন অস্ত্রোপচারের মাধ্যমে। ওই ব্যক্তি সেই সময় পেটে যন্ত্রণা নিয়ে শ্রী লালবাহাদুর শাস্ত্রী সরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের রোগী জানিয়েছিলেন তার পাকস্থলীতে ছোট ফুসকুড়ির মতো বের হয়েছে।

চিকিৎসকেরা এক্স-রে পরীক্ষায় দেখে তাজ্জব বনে যান। পাকস্থলীতে একাধিক সামগ্রীর সন্ধান পান। তিনজন চিকিৎসকের একটি দল চার ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে জিনিসগুলি বের করেন। চিকিৎকেরা জানিয়েছিলেন, ওই ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে চামচ, ছুরির মতো জিনিস খাওয়া সম্ভব নয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জটিল অস্ত্রোপচারে রোগীর পাকস্থলী থেকে বের হল ৬২টি চামচ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এক ব্যক্তির পাকস্থলী থেকে ৬২টি চামচ বের করলেন চিকিৎসকেরা। আপাতত আইসিইউতে ওই ব্যক্তি। উত্তরপ্রদেশের মুজাফ্‌ফর নগরের ঘটনা। পেটে অসম্ভব যন্ত্রণা নিয়ে চিকিৎসকের আসেন ওই ব্যক্তি। চিকিৎসককে ওই ব্যক্তি জানান, বিগত এক বছর ধরে চামচ খাচ্ছেন তিনি।

হাসপাতালের চিকিৎসক ডাঃ রাকেশ খুরানা জানিয়েছেন, বিজয় নামে ৩২ বছর বয়সী এক যুবক তার কাছে আসেন অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে। বিজয় জানান, বিগত এক বছর ধরে চামচ খান তিনি। এর পরে শারীরিক পরীক্ষার পর তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। দুঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর তার শরীর থেকে ৬২টি চামচ উদ্ধার করা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এর আগেও ২০১৯ সালে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল হিমাচল প্রদেশে। চিকিৎসক সেই ব্যক্তির পাকস্থলী থেকে ৮টি চামচ, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি ট্রথব্রাশ, গৃহস্থালির কাজে ব্যবহৃত ছুরি, দরজার ছিটকানি বের করেন অস্ত্রোপচারের মাধ্যমে। ওই ব্যক্তি সেই সময় পেটে যন্ত্রণা নিয়ে শ্রী লালবাহাদুর শাস্ত্রী সরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের রোগী জানিয়েছিলেন তার পাকস্থলীতে ছোট ফুসকুড়ির মতো বের হয়েছে।

চিকিৎসকেরা এক্স-রে পরীক্ষায় দেখে তাজ্জব বনে যান। পাকস্থলীতে একাধিক সামগ্রীর সন্ধান পান। তিনজন চিকিৎসকের একটি দল চার ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে জিনিসগুলি বের করেন। চিকিৎকেরা জানিয়েছিলেন, ওই ব্যক্তি মানসিক রোগে আক্রান্ত। কারণ একজন সাধারণ মানুষের পক্ষে চামচ, ছুরির মতো জিনিস খাওয়া সম্ভব নয়।