জম্মু ও কাশ্মীরে চলন্ত গাড়িতে এসে পড়ল বোল্ডার, মৃত SDM ও তাঁর ছেলে

- আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
- / 18
পুবের কলম ওয়েবডেস্ক : জম্মু ও কাশ্মীরের রামনগরের SDM ও তাঁর ছেলে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। মৃত SDM-এর নাম রাজিন্দর সিং রানা। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। গাড়ির চালক সহ রাজিন্দরের স্ত্রী ও আত্মীয়রা সবাই গুরুতর জখম হয়েছেন।
পরিবারের সদস্যদের নিয়ে বোলেরো গাড়িতে করে পৈতৃক ভিটে পাত্তিয়ানের দিকে রওনা দিয়েছিলেন তাঁরা। সেই সময় সালুখ ইখতার নালা এলাকায় গাড়িটি পৌঁছতেই এত বড় দুর্ঘটনাটি ঘটেছে। জানা যায়, হঠাৎ করেই পাহাড় থেকে বিশাল মাপের এক পাথরের চাঁই গড়িয়ে এসে পড়ে তাঁদের গাড়িতে।
স্থানীয়রা দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে আসে ও কাজে হাত লাগায়। বোলেরো গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই মৃত্যু হয় SDM ও তাঁর ছেলের। ঘটনার পরে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর গুরুতর জখমদের রিয়াসি জেলা হাসপাতালে তড়িঘড়ি করে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি তাঁর X হ্যান্ডলে পোস্ট করে লেখেন, ‘রিয়াসির দুর্ঘটনায় আমরা খুবই মর্মাহত। রামনগরের SDM রাজিন্দর সিং এবং তাঁর নাবালক ছেলেকে হারিয়েছি আমরা। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও এক্স-এ শোক প্রকাশ করেছেন।
Extremely saddened by the landslide incident in Dharmari, Reasi in which we have lost an outstanding officer Sh Rajinder Singh, JKAS 2011, SDM Ramnagar & his son. The tragedy is heart-wrenching. My deepest condolences to bereaved family & I pray that the injured recover quickly.
— Office of LG J&K (@OfficeOfLGJandK) August 1, 2025