নতুন করে উত্তপ্ত মণিপুরে, বিস্ফোরণে কাঁপল ইম্ফলে বিশ্ববিদ্যালয়, মৃত ১
- আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার
- / 135
পুবের কলম, ওয়েবডেস্ক: নতুন করে উত্তপ্ত মণিপুর। আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে রাজ্যটিতে। শুক্রবার বিস্ফোরণে কেঁপে ওঠে ইম্ফলের একটি বিশ্ববিদ্যালয়। ঘটনায় এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, গতকাল গভীর রাতে রাজধানী ইম্ফলের ডিএম ইউভার্সিটিতে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওইনাম কেনেগি নামের এক যুবক। আহত অন্য এক যুবকের চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত এক সপ্তাহ আগে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার পুলিশ সুপারের দপ্তরে হামলা চালাল সশস্ত্র দুষ্কৃতীরা। রাতে অবাধে ভাঙচুরের পাশাপাশি দপ্তরের সামনে রাখা বহু যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। একইসঙ্গে জেলাশাসকের কার্যালয়েও চলে হামলা। পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয় বলে খবর। আহত হয় অন্তত ৩০ জন। ২০২২ সালের ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল মণিপুরে। তারপর থেকে বেশ কয়েক দফায় অশান্ত হয়েছে এই রাজ্য।






















