২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওড়িশায় খাদে পর্যটক বোঝাই বাস, মৃত হাওড়ার ৬, জখম ৪২

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৫ মে ২০২২, বুধবার
  • / 56

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ওড়িশায় খাদে বাস পড়ে মৃত্যু হল ৬ জন পর্যটকের।জখম আরও ৪২ জন। নিহত পর্যটকরা সকলে হাওড়া উদয়নারায়ণপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পর্যটক বোঝাই বাসটি ওড়িশার দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছি ল।

আরও পড়ুন: ওড়িশায় জানলা দিয়ে উড়ছে টাকা !

ওড়িশার একটি স্থানীয় টিভি চ্যানেল জানিয়েছে বাংলা থেকে ওড়িশার দারিংবাড়ি বেড়াতে আসেন ৭৭ জন পর্যটকের একটি দল। যাদের বেশিরভাগ হাওড়া জেলার উদয়নারায়ণ পুরের বাসিন্দা।

আরও পড়ুন: সিকিমে দুর্ঘটনার কবলে বাংলা ও ওড়িশার পর্যটকরা, নিখোঁজ ৯ জন

মঙ্গলবার রাতে দারিংবাড়ি ভ্রমণ শেষ করে পর্যটক বোঝাই বাসটি যাচ্ছিল বিশাখাপত্তনমের উদ্দেশ্যে।ওড়িশার গঞ্জাম এবং কন্ধমল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি একটি নদীখাতের ধার বারবার রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁকের মুখে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নদীখাতে পড়ে যায়।

আরও পড়ুন: ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কড়া বার্তা তৃণমূল নেত্রীর

আর্ত চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিক ভাবে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। এরপর আসে পুলিশ। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওড়িশায় খাদে পর্যটক বোঝাই বাস, মৃত হাওড়ার ৬, জখম ৪২

আপডেট : ২৫ মে ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ওড়িশায় খাদে বাস পড়ে মৃত্যু হল ৬ জন পর্যটকের।জখম আরও ৪২ জন। নিহত পর্যটকরা সকলে হাওড়া উদয়নারায়ণপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। পর্যটক বোঝাই বাসটি ওড়িশার দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনমের দিকে যাচ্ছি ল।

আরও পড়ুন: ওড়িশায় জানলা দিয়ে উড়ছে টাকা !

ওড়িশার একটি স্থানীয় টিভি চ্যানেল জানিয়েছে বাংলা থেকে ওড়িশার দারিংবাড়ি বেড়াতে আসেন ৭৭ জন পর্যটকের একটি দল। যাদের বেশিরভাগ হাওড়া জেলার উদয়নারায়ণ পুরের বাসিন্দা।

আরও পড়ুন: সিকিমে দুর্ঘটনার কবলে বাংলা ও ওড়িশার পর্যটকরা, নিখোঁজ ৯ জন

মঙ্গলবার রাতে দারিংবাড়ি ভ্রমণ শেষ করে পর্যটক বোঝাই বাসটি যাচ্ছিল বিশাখাপত্তনমের উদ্দেশ্যে।ওড়িশার গঞ্জাম এবং কন্ধমল জেলার সীমান্তে কলিঙ্গঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাসটি একটি নদীখাতের ধার বারবার রাস্তা দিয়ে যাচ্ছিল। বাঁকের মুখে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নীচে নদীখাতে পড়ে যায়।

আরও পড়ুন: ওড়িশায় আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কড়া বার্তা তৃণমূল নেত্রীর

আর্ত চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। প্রাথমিক ভাবে তাঁরাই উদ্ধার কাজ শুরু করেন। এরপর আসে পুলিশ। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।